বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোহামেডানের কাছে রহমতগঞ্জের হার

ক্রীড়া প্রতিবেদক

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল পুরান ঢাকার মুসলিম ফ্রেন্ডস রহমতগঞ্জ ক্লাব। দুর্বল দল গড়েও লিগ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন  দেখছিল তারা। সেই আশা কিছুটা হলেও ফিকে হয়ে গেল। প্রথম পর্বে শেষ ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে যায় রহমতগঞ্জ। এর আগে টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল তারা। এবার দ্বিতীয় পর্বে শুরুটা হলো হার দিয়ে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দিনের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডান ২-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে। অথচ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। আলী হোসেনের কাছ থেকে বল পেয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে চমৎকার হেডে মোহামেডানের গোলরক্ষক নেহালকে পরাস্ত করেন। গোল খাওয়ার পরই আক্রমণে যায় মোহামেডান। ক্যামেরুনের প্যাট্রিক ৪০ মিনিটে ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণে যায়। গোলের সুযোগও নষ্ট করে। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে মোহামেডান জিতে যায়। প্রথম পর্বে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র ছিল।  এ জয়ে মোহামেডান ১২ ম্যাচে ১২, রহমতগঞ্জের পয়েন্ট ২২ থাকল।

সর্বশেষ খবর