শিরোনাম
শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্রিকেট খেলার সুন্দর পরিবেশ বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট খেলার সুন্দর পরিবেশ বাংলাদেশে

বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর শেষ হয়েছে। ফিরে গেছেন অ্যালিস্টার কুকরা। কিন্তু ইংল্যান্ড জুড়ে বাংলাদেশের প্রশংসা চলছে এখনো। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ধন্যবাদ জানিয়েছে বিসিবিকে। মিডিয়াতেও চলছে প্রশংসা। ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান সফরের আগে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমালোচনা করেছিল। কিছু কিছু প্রতিবেদন ছিল আপত্তিকর।

সেই বিখ্যাত দ্য গার্ডিয়ান এখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তারা উল্লেখ করেছে বিসিবি যা বলেছে তা করে দেখিয়েছে। এক কথায় ঢাকা ও চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা ছিল অসাধারণ। আতিথেয়তায়ও মুগ্ধ করে ছেড়েছে। গুলশান ট্র্যাজেডির পর স্বাভাবিকভাবে বিদেশি দলগুলো বাংলাদেশে আসার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছিল। এই হামলার ঢের আগেই গত বছরই অস্ট্রেলিয়া দুই দফায় তাদের মূল দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল পাঠায়নি। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও বাংলাদেশের সফর স্থগিত করেছিল। ইংল্যান্ড ক্রিকেট দল যদি না আসত তাহলে বাংলাদেশে আর কেউ ক্রিকেট খেলতে আসত কিনা তা নিয়ে সন্দেহ ছিল। ইংল্যান্ড এসেছে এবং পুরো বিশ্ব বিসিবির নিরাপত্তা দেখেছে। দ্য গার্ডিয়ান মনে করে এরপর বাংলাদেশে আসার ব্যাপারে  কেউ যদি আপত্তি তুলে তা হবে হাস্যকর। প্রতিটি দেশেরই বাংলাদেশে সফরে আসা উচিত। বাংলাদেশ প্রমাণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুন্দর পরিবেশ রয়েছে।

সর্বশেষ খবর