শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

২ গোলে এগিয়েও রিয়ালের ড্র

ক্রীড়া ডেস্ক

২ গোলে এগিয়েও রিয়ালের ড্র

ড্রয়ের পর বিমর্ষ রোনালদো —এএফপি

এ যেন অনেকটা পচা শামুকে পা কাটার মতোই ব্যাপার। লিগিয়া চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৬টা গোল হজম করেছে। রিয়াল মাদ্রিদই তাদেরকে গোল দিয়েছে ৮টা! কিন্তু তারপরও পোলিশ এই ক্লাব গত বুধবার জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ গোলের ড্র তো তাদের জন্য জয়ের মতোই! নকআউটপর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পোল্যান্ড গিয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে খেলছিলই দুর্দান্ত। বেলে ও বেনজেমার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লস ব্ল্যাঙ্কোসদের অবাক করে দিয়ে ম্যাচে ফিরে আসে লিগিয়া ওয়ারশ। অজিজা ও রাদোভিচের গোলে সমতায় ফিরে আসে তারা। এরপর ৮৩ মিনিটে মলিনের গোলে এগিয়ে যায় লিগিয়া। রিয়াল মাদ্রিদকে ড্র নিয়ে মাঠ ছাড়ার জন্য বেশ কষ্টই করতে হয়। ম্যাচের ৮৫ মিনিটে কোবাচিচের গোলে সমতায় ফিরে লস ব্ল্যাঙ্কোসরা। এ ড্রয়ের পরও অবশ্য রিয়াল মাদ্রিদের নকআউট পর্বের পথ খোলাই থাকল। এফ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে এফ গ্রুপ থেকে নকআউটপর্ব নিশ্চিত করেছে। গত বুধবার তারা পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। তারা ডাইনামো জাগরেবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এইচ গ্রুপের ম্যাচে। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে তারা। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে অলিম্পিক লিঁওয়ের সঙ্গে। ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ওল্ড লেডিরা। ইংলিশ লিগের চ্যাম্পিয়ন লিস্টার সিটি প্রথমবারের মতো ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগে। তারা ড্যানিশ ক্লাব কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তবে এ ড্রয়ের পরও জি গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে লিস্টার সিটি। মোনাকো ই গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে রুশ ক্লাব মস্কোকে। এ জয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। এই গ্রুপে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন উঠে এসেছে দুই নম্বরে। গত বুধবার জার্মানরা ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে।

সর্বশেষ খবর