শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংকটে ভারোত্তোলন ফেডারেশন!

ক্রীড়া ডেস্ক

সংকটে ভারোত্তোলন ফেডারেশন!

নির্বাচিত কমিটির মেয়াদ শেষের পর ভারোত্তোলন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়। কথা ছিল তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হবে। কিন্তু তা আর হয়নি। অ্যাডহক কমিটি নিয়ে খেলোয়াড়দের অভিযোগের শেষ ছিল না। সংকট এখন বড় আকারে ধারণ করেছে। এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করেছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আগের কমিটি পুনর্বহালের তাগিদ দিয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের ভারোত্তোলকদের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলতে না দেওয়ার সতর্কবার্তাও দিয়েছে এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন। অবশ্য জাতীয় ক্রীড়া পরিষদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আগের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সুতরাং তাদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। বিষয়টি আমরা এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনকে জানাব। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সমস্যার নিরসন করব। এখানে সংকটের কিছু দেখছি না। কথা হচ্ছে, যেখানে আগের কমিটি পুনর্বহালের তাগাদা দিয়েছে তা কি মানবে এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন? এমন সংকটে দেশের ভারোত্তোলকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল না?’

সর্বশেষ খবর