শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবারও ম্যানইউর পরাজয়

ক্রীড়া ডেস্ক

আবারও ম্যানইউর পরাজয়

ক্ষেপে গেছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ম্যানইউর বার বার পরাজয়ের জন্য এবার তিনি দায়ী করলেন শিষ্যদের। তাদের নাকি মনোযোগের ঘাটতি দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার তুর্কি ক্লাব ফেনারবাখের কাছে হেরে ইউরোপা লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ‘এ’ গ্রুপের ম্যাচে রেড ডেভিলরা ২-১ গোলের পরাজয় স্বীকার করেছে তুর্কিদের কাছে। এ পরাজয়ে ৪ ম্যাচে ফেনারবাখ ও ফেনর্ডের পয়েন্ট ৭। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে মরিনহোর শিষ্যরা। ইউরোপীয় প্রতিযোগিতায় এ নিয়ে নয়টি ম্যাচে জয়হীন থাকল ইউনাইটেড। এর মধ্যে তারা হেরেছে আটটিতেই! স্যার আলেক্স ফার্গুসনের সেই দুরন্ত ম্যানইউর জন্য এটা করুণ দশাই।

ইস্তাম্বুলে ম্যাচের ৬৫তম সেকেন্ডেই হাসান আলি কালদিরিমের ক্রসে মুসা সোর দর্শনীয় বাইসাইকেল কিকে এগিয়ে যায় স্বাগতিক ফেনারবাখ। বিরতির একটু আগে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউর ফরাসি তারকা পল পগবাকে। এরপর যেন আরও দুরন্ত হয়ে ওঠে তুর্কিরা। ৫৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ডাচ ফুটবলার জার্মেইন লেন্স। প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে ৮৯তম মিনিটে একটি গোল শোধ করেন ম্যানইউ অধিনায়ক ওয়েইন রুনি। এই গোলের মাধ্যমে ইউরোপে রেড ডেভিলের জার্সিতে সর্বোচ্চ ৩৮টি গোল করা রুড ফন নিলস্টলরয়কে স্পর্শ করেন ইংলিশ এ স্ট্রাইকার। এদিকে ম্যাচে জেঙ্ককে ৫-৩ গোলে হারানোর ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের জার্সিতে রেকর্ডই গড়লেন আদুরিজ। তিনি একাই পাঁচটা গোল করেন। এর মধ্যে তিনটি গোল করেন পেনাল্টি থেকে। ইউরোপা লিগে এক ম্যাচে ৫ গোল করার এটাই প্রথম ঘটনা। এছাড়াও ইউরোপা লিগে ডেকোর জোড়া গোলে রোমা ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে। তবে ইতালির অন্য দল ইন্টার মিলান ২-১ গোলে সাউথ্যাম্পটনের কাছে হেরেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর