শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফুটবলে জিম নির্মাণের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলারদের আলাদা কোনো জিম নেই। বিদেশি কোচেরা এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। যে দেশে পেশাদার লিগ হচ্ছে সেখানে জিম নেই— তা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। ক্রিকেটে অনেক আগেই নিজস্ব জিম নির্মিত হয়েছে। জাতীয় দলের খেলা না থাকলেও ক্রিকেটাররা শরীর ফিটে নিয়মিত জিমনেসিয়াম ব্যবহার করেন। বাফুফে বিষয়টিতে কখনো গুরুত্ব দেয়নি। মতিঝিলে ফিফার ফান্ডে বাফুফের আধুনিক ভবন নির্মিত হলে আশা করা গিয়েছিল এখানে জিম হবে। সেদিকেও চোখ দেননি কর্মকর্তারা।

যাক, শেষ পর্যন্ত নাকি ফুটবল ফেডারেশনের জিম নির্মাণ হচ্ছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানালেন, ‘জিম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। বাফুফে ভবনের নিচে জিম হবে। ওপরে হবে ফুটবলারদের থাকার ব্যবস্থা।’ সালাম বলেন, ‘দেশে ফুটবলারের সংকট। নতুন মুখের দেখা মিলছে না। আমরা তাই বয়সভিত্তিক ফুটবলকে প্রাধান্য দিতে চাই। ছেলেদের উপযুক্ত সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হবে। তা ছাড়া শেরেবাংলা ও সোহরাওয়ার্দী কাপ অচিরেই শুরু করব। আশা রাখি এখন যে সংকট তা শিগগিরই কেটে যাবে।’

সর্বশেষ খবর