শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফিরলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ফিরলেন মুস্তাফিজ

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শিবির ও নিউজিল্যান্ড সফরের জন্য গতকাল বিসিবি ২২ সদস্যের নাম ঘোষণা করেছে। যদিও মূল স্কোয়ার্ড ২০ জনের বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, মূল স্কোয়ার্ড ২০ জনের। এরাই ঘুরেফিরে ম্যাচগুলো খেলবে নিউজিল্যান্ড সিরিজে। তবে প্রয়োজনে এ দলেও পরিবর্তন আসতে পারে। দল ২০ জনের হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বাড়তি দুজনকে। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত ও রবি পেসার হান্টের আবিষ্কার ইবাদত হোসেনের নবাগত কোটায় ঢুকে পড়ার আভাসও পাওয়া গিয়েছিল। ভবিষ্যত ভাবনা থেকে এদের জাতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। জাতীয় দলের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠার জন্য যাচ্ছেন এ দুই তরুণ।

তবে দুঃসংবাদ হচ্ছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও আল আমীনের। এরা আছেন স্ট্যান্ডবাই তালিকায়। তাদের সঙ্গী হচ্ছেন নাসির হোসেনও। গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজ খেলা মোঃ শহীদ আবার দলে ফিরেছেন। ইনজুরিতে থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও দলে ফিরেছেন। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিনে চমক দেওয়া মেহেদী হাসান মিরাজও ২২ সদস্যের দলে ডাক পেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর