রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রনির জোড়া গোলে শেখ রাসেলের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

রনির জোড়া গোলে শেখ রাসেলের স্বস্তি

গোল করার পর উৎসবে মাতলেন শেখ রাসেলের রনি

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব ১১ ম্যাচে দুই জয় দিয়ে শেষ করেছিল শেখ রাসেল। দ্বিতীয় পর্বের শুরুটাও ভালো হয়নি। উত্তর বারিধারার কাছে পরাজয়ের পর পয়েন্ট তালিকার তলানিতে স্থান হয়েছিল তাদের। তবে শক্তিশালী দল হিসেবে শেখ রাসেলের প্রতি ভক্তদের বিশ্বাস তখনো শেষ হয়ে যায়নি। কোচ শফিকুল ইসলাম মানিকও ভাবছিলেন, একটা জয় দলটাকে এনে দিতে পারে সেরা হওয়ার আত্মবিশ্বাস। অবশেষে সেই অধরা জয়ের দেখা পেল শেখ রাসেল। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মানিকের শিষ্যরা ২-০ গোলে হারিয়ে দিল চলতি মৌসুমের বিস্ময় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে। প্রথম পর্বে দুর্দান্ত খেলেছে দলটা। এই শেখ রাসেলকেই হারিয়েছিল ২-০ গোলে। নিজেদের দীর্ঘ সময় ধরে রেখেছিল শীর্ষেও। তবে দ্বিতীয় পর্বেই হারতে থাকে রহমতগঞ্জ। টানা তিনটা ম্যাচে পরাজয় স্বীকার করল তারা। শেখ রাসেল উপযুক্ত সময়েই প্রতিশোধটা নিয়ে নিল।

গতকাল শেখ রাসেলের পক্ষে দুটি গোলই করেন শাখাওয়াত হোসেন রনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল স্ট্রাইকারদের ব্যর্থতায় কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। আগের ম্যাচে উত্তর বারিধারার কাছে হেরে আসা শেখ রাসেলের খেলায় তুলনামূলকভাবে গতি বেশি থাকলেও গোল পাওয়ার মতো আক্রমণ করতে পারেনি তারা। বার বারই রহমতগঞ্জের ডিফেন্স লাইন চরমভাবে বাঁধা দিয়েছে শেখ রাসেলকে। শাখাওয়াত হোসেন রনিরা প্রথমার্ধে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধে ঠিকই দলকে জয়ের পথ দেখান। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে এগিয়ে যায় শেখ রাসেল। ম্যাচের ৫২তম মিনিটে রুম্মনের রহমতগঞ্জের ডিফেন্স লাইনকে ফাঁকি দিয়ে দারুণ এক পাস দেন শাখাওয়াত হোসেন রনিকে। এবার আর কোনো ভুল করেননি রনি। অসাধারণ প্লেসিং শটে রহমতগঞ্জের জালে বল জড়ান তিনি। শেখ রাসেল এগিয়ে যায় ১-০ গোলে। ঠিক দুই মিনিট পর আবারও গোল করেন রনি। এবার অবশ্য ভুল ছিল রহমতগঞ্জের গোলরক্ষক প্রিতমের। বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি তিনি। সুযোগের সন্ধানে থাকা রনি ফাঁকা পোস্ট পেয়ে দারুণ এক গোল করেন। এই নিয়ে লিগে মোট ৪ গোল করলেন শাখাওয়াত হোসেন রনি। শেখ রাসেলের মোট গোল সংখ্যা ৮টি!

লিগে এটি শেখ রাসেলের তৃতীয় জয়। এ জয়ে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এল শফিকুল ইসলাম মানিকের দল। অন্যদিকে এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ হারল রহমতগঞ্জ। আগের দুই ম্যাচে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হারা দলটি ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে দুই নম্বরে। শেখ রাসেলের সামনে অবশ্য সুযোগ আছে অনেকটা। মৌসুমে এখনো ৯ ম্যাচ বাকি তাদের। এর মধ্যে নিজেদেরকে সামলে নিতে পারবে তারা, এমনটাই আশা ভক্তদের।

সর্বশেষ খবর