রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফিফার বর্ষসেরা তালিকায়ও মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক

ফিফার বর্ষসেরা তালিকায়ও মেসি-রোনালদো

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ জনই ঠাঁই পেয়েছেন ফিফা বর্ষসেরার তালিকায়ও। ফিফা ব্যালন ডি’অর আলাদা হয়েছে গত সেপ্টেম্বরে। এরপরই ফ্রান্স ফুটবল ফেডারেশন ব্যালন ডি’অরের জন্য ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন। এবার ফিফার পক্ষ থেকেও বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ করা হলো। ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। তারকা এই ফরোয়ার্ডদের সঙ্গে ২৩ জনের তালিকায় আছেন লিস্টার সিটির জেমি ভার্ডি ও রিয়াদ মাহরিজও। এই তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে রিয়াল মাদ্রিদের (৫ জন)। এছাড়া বার্সেলোনার ৪ জন, আর্সেনাল, ম্যানসিটি, ম্যানইউ ও বায়ার্ন মিউনিখের ২ জন করে, জুভেন্টাস, অ্যাটলেটিকো, ওয়েস্ট হ্যাম, লিস্টার সিটি ও চেলসির ১ জন করে ফুটবলার রয়েছে ফিফা বষসেরা হওয়ার তালিকায়।

লিস্টারকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কেন্টও আছেন এই তালিকায়। চলতি মৌসুমে লিস্টার ছেড়ে চেলসিতে নাম লেখান তিনি। ম্যানচেস্টার সিটির আগুয়েরো, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলে, অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টোনিও গ্রিজম্যান, ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা আর মেসি-নেইমারের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাও ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন। ফ্রান্সের হয়ে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ওয়েস্ট হ্যামের দিমিত্রি পায়েতও আছেন এই তালিকায়। সংক্ষিপ্ত তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো গডিন এখানে জায়গা পাননি। তালিকায় নেই পর্তুগালের হয়ে ইউরো আর রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পেপেও। ২০১৬ সালের সেরা পুরুষ খেলোয়াড়সহ মোট আটটি পুরস্কার আগামী ৯ জানুয়ারি জুরিখে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর