সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নির্বাচকরা মুস্তাফিজকে নিয়ে আশাবাদী

ক্রীড়া প্রতিবেদক

সুস্থ হয়ে উঠছেন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। কাঁধে অস্ত্রোপচারের পর মুস্তাফিজ দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস, ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবেন বিশ্বখ্যাত এই পেসার। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ গতকাল মুস্তাফিজের বোলিং দেখেন। তিনি বলেন ও সুস্থ হয়ে উঠছে। নান্নু জানান, নিউজিল্যান্ড সফরে ফিট মুস্তাফিজকে পাওয়া যাবে। মুস্তাফিজ অল্প অল্প করে বোলিং শুরু করেছেন। ফিজিও আর চিকিৎসকরা বলছেন, ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ও পুরোপুরি ফিট হয়ে যাবে। স্পিনার মেহেদী হাসান মিরাজ আছে ও দলে মুস্তাফিজকে পাওয়া গেলে নিউজিল্যান্ডের সফরে বাংলাদেশ ভয়ঙ্কর হয়ে উঠবে কোনো সন্দেহ নেই। গত ১ তারিখ থেকে ক্রিকেটে বোলিং শুরু করেছে মুস্তাফিজ। ২২ নভেম্বরের পর পুরো রানআপে বোলিং করতে পারবে মুস্তাফিজ তা বিশ্বাস করেন প্রধান নির্বাচক।

সর্বশেষ খবর