সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোচ সমস্যায় মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

কোচ সমস্যায় মোহামেডান

কাজী জসিম উদ্দিন জোসি ফুটবল ক্যারিয়ারে ঢাকা মোহামেডান ছাড়া অন্য দলে খেলেননি। ভালো অফার পেয়েও মোহামেডানের মায়া ছাড়তে পারেননি তিনি। অথচ এবার লিগের মাঝপথে মোহামেডানের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন। জোসি ছেড়েছেন না দল তাকে রাখেনি এটা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে না। গতবার জোসির প্রশিক্ষণে অচেনা অজানা তরুণদের নিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন ফাইট দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবারে মোহামেডানের যে অবস্থা এখনো রেলিগেশনের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নতুন কোচ হয়েছেন সাবেক ফুটবলার মিজানুর রহমান ডন। তিনি কি পারবেন ঐতিহ্যবাহী মোহামেডানের মান সম্মান রক্ষা করতে? অনেকে আবার বলছেন কাগজে-কলমে ডন কোচ হলেও মোহামেডানকে মূলত দেখাশোনা করছেন আমিরুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে সাদা-কালোদের ম্যানেজারের দায়িত্বে আছেন তিনি। তাহলে কি এবার কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন? বাবু বলেন, তা হবে কেন, ডনই তো মূল কোচ। অনেক দিন ধরে ম্যানেজারের দায়িত্বে আছি। দলের ভালো-মন্দটা আমার জানা আছে। জোসি নেই এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। তাছাড়া একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবেন মোহামেডান এখন জ্বলে উঠছে। শক্তিশালী শেখ জামালের বিপক্ষে জয় পেয়েছি। রহমতগঞ্জকে হারিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেছি। আশা করি সামনে আরও ভালো খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর