মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিয়ালের পেছনে ছুটছে বার্সা

ক্রীড়া ডেস্ক

রিয়ালের পেছনে ছুটছে বার্সা

মেসি সুয়ারেজের গোলেই সেভিয়ার মাঠে জয় পেয়েছে বার্সা

মেসির প্রশংসায় পঞ্চমুখ সবাই। এমনকি প্রতিপক্ষও তার শৈল্পিক ফুটবলে বিমোহিত। রবিবার নিজেদের মাঠে সেভিয়া বার্সেলোনার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায়। মেসি ছাড়াও ম্যাচে গোল করেন লুইস সুয়ারেজ। তবে মেসিকে নিয়েই মেতে উঠেছে সবাই। অনেকেই বলছেন, মেসির মতো কেউ নন। সেভিয়ার কোচ স্যাম্পাওলি ম্যাচে পরাজয়ের পর মেসির প্রশংসায় সবচেয়ে সরব।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত বার্সেলোনা দলে মূল একাদশের অনেকেই ছিল না। তবুও সমান ভয়ঙ্কর বার্সেলোনা। একদিকে নেইমারের বিপজ্জনক উপস্থিতি, লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর লুইস সুয়ারেজের নিখুঁত ফিনিশিংয়ে সেভিয়ার মাঠ থেকে জয় নিয়েই বাড়ি ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবার ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনার ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন মেসি ও সুয়ারেজ। গোল না পেলেও ম্যাচ জুড়ে দারুণ খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার অসাধারণ কয়েকটা শট ফিরিয়ে দিয়েছেন সেভিয়ার গোলরক্ষক। নাহলে বার্সেলোনা আরও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। সেভিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই দুরন্ত খেলছিল বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজের অব্যাহত আক্রমণের মুখে ক্রমেই সঙ্কুচিত হয়ে পড়ছিল স্বাগতিকদের ডিফেন্স লাইন। তবে বার বার ব্যর্থ আক্রমণ বার্সেলোনা ভক্তদের হতাশ করে দেয়। ম্যাচের ১৫তম মিনিটে সবাইকে অবাক করে এগিয়ে যায় সেভিয়া। গোল করেন ভিটোলো। লা লিগায় সর্বশেষ ১৮ ম্যাচে বার্সেলোনাকে মাত্র একবার হারিয়েছে সেভিয়া। আবারও কী তবে কাতালানদের হারানোর স্বাদ নিতে যাচ্ছে তারা! এরপর আরও বেশ কয়েকটা দুরন্ত আক্রমণ বার্সেলোনার ডিফেন্স লাইনকে দিশেহারা করে তুলে। অবশ্য সেভিয়ার এসব আক্রমণ শেষ পর্যন্ত গোলের মুখ দেখেনি। অবশেষে লিওনেল মেসি আর নেইমারের দুরন্তপনার শিকার হয় স্বাগতিকরা। ম্যাচের ৪৩তম মিনিটে নেইমারের পাসে বল পেয়ে নিখুঁত লক্ষ্যভেদে জালে পাঠান মেসি। সেভিয়ার বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার ২৭তম গোল। এই গোল মেসির জন্য একটি মাইলফলকও। সব ধরনের ম্যাচে বার্সেলোনার হয়ে এটি তার ৫০০তম গোল। প্রথমার্ধের অনুজ্জ্বল বার্সেলোনা স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। একের পর এক সুযোগ তৈরি করা অতিথিরা এগিয়ে যায় ৬১তম মিনিটে। বল পেয়ে দ্রুত গতিতে খানিকটা এগিয়ে যান মেসি। সেভিয়ার খেলোয়াড়রা তাকে ঘিরে ধরলে বল বাড়ান অরক্ষিত সুয়ারেজকে। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। লেগ্যানেসকে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রিয়াল। পাঁচ নম্বরে থাকা সেভিয়াকে (২১) হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা।

সর্বশেষ খবর