মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিসিবির প্রীতিভোজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। সেই ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচটি সিরিজ জিতেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলেও দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। টাইগারদের খেলা ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্রিকেটারদের এই সাফল্য উদযাপন করতেই যেন গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে প্রীতি ভোজের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ক্রিকেট-সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ঢাকার সব ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট সংগঠক, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সামনের সারিতেই ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের শুভেচ্ছা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দলের যত সাফল্য তার মূল কারিগরই ছিলেন আমাদের ক্রিকেটাররা। আমাদের সবার পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাই। আশা করি তারা আমাদের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর