বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কিংসলের জোড়া গোলে ব্রাদার্সের চতুর্থ জয়

ক্রীড়া প্রতিবেদক

কিংসলের জোড়া গোলে ব্রাদার্সের চতুর্থ জয়

লিগের ৭৪ নম্বর ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিক করেন আবাহনীর সানডে চিজোবা। গতকাল হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের এনকোচা কিংসলে। টিম বিজেএমসির বিপক্ষে গোপীবাগের দলটিকে বড় জয় পেতে জোড়া গোল করেন কিংসলে। বিদেশি এই স্ট্রাইকারের জোড়া গোলেই ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বিজেএমসিকে। লিগে গোপীবাগের দলটির ১৩ ম্যাচে এটা ৪ নম্বর জয় এবং বিজেএমসির পঞ্চম হার। চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন সাত নম্বরে এবং ১৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে বিজেএমসি। জয়ী দলের পক্ষে বাকি দুই গোল করেন শফিকুল ইসলাম শফি ও অগাস্টিন ওয়ালসন। ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় গোপীবাগের দলটি। মাঝমাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় দলের পক্ষে প্রথম গোল করেন শফিকুল (১-০)। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাদার্স। ৬২ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করে ব্রাদার্স। প্রতিপক্ষের রক্ষণভাগের মোহাম্মদ তারার হাতে বল লাগলে ডি বক্সের বাইরে ফ্রি-কিক গোপীবাগের দলটি। সেখান থেকে অসাধারণ দক্ষতায় ২-০ করেন অগাস্টিন। ৬৬ মিনিটে গোল ব্যবধান কমায় বিজেএমসি। স্কোর লাইন ১-২ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। খেলা যখন এমন সমীকরণে এগোচ্ছিল, তখনই জোড়া গোল করেন এনকোচা কিংসলে। ৮৮ মিনিটে ওয়ালসনের ব্যাক হিলে ব্যবধান ৩-১ করেন এনকোচা কিংসলে। অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন কিংসলে (৪-১)। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে গোল শূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও আরামবাগ ক্রীড়া চক্র। ১৩ ম্যাচে দুই দলেরই সংগ্রহ ১৯ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চমে অবস্থান করছে মুক্তিযোদ্ধা।

সর্বশেষ খবর