শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই অধিনায়কের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দুই অধিনায়কের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই আজ মুখোমুখি হচ্ছে দুই অধিনায়ক। জাতীয় দলের ওয়ানডে ও টি-২০র অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ানস খেলবে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বরিশাল বুলসের বিরুদ্ধে। দুই অধিনায়কের দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। কুমিল্লা হেরেছে তামিম ইকবালের চিটাগং কিংসের বিরুদ্ধে আর বরিশাল হেরেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে।

আজকের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস খেলবে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যায় কিংস। আজকের ম্যাচে তাই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে পদ্মাপাড়ের দলটি।

তবে আজ আসল লড়াই হবে দিনের প্রথম ম্যাচে। দুই অধিনায়কের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখার অপেক্ষা।

প্রথম ম্যাচেই দুই অধিনায়কের দলই প্রতিপক্ষের কাছে সহজেই হেরে গেছে। আজকের মর্যাদার লড়াইয়ে নিশ্চয়ই কেউ-ই হারতে চাইবেন না।

দুই দলেরই প্রধান ভরসা তাদের অধিনায়ক। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়ে দিয়েছেন। তবে ম্যাশ তার ক্ষুরধার প্রতিভার স্বাক্ষর রেখেছেন গত আসরে সাদামাটা একটা দল নিয়েও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দিয়ে। এবারও কাগজে কলমে খুব একটা শক্তিশালী নন মাশরাফির দল। তার আসল ভরসার জায়গা হচ্ছে দলীয় পারফরম্যান্স। প্রথম ম্যাচে সেটি দেখাতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া। তা ছাড়া আগের আসরেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভিক্টোরিয়ানস। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা ঘুরে দাঁড়িয়েছিল।

প্রথম ম্যাচে মুশফিকের দলের পারফরম্যান্স ছিল খুবই হতাশার। ঢাকা ডায়নামাইটের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যেন মানসিকভাবেই একটা ধাক্কা খেয়েছে তারা। তবে অধিনায়ক হিসেবে মুশফিক জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ সফল। ৩৬ বলে অপরাজিত ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। দারুণ ব্যাটিং করেছিলেন শাহরিয়ার নাফিস। তিনিও হাফ সেঞ্চুরি করেছিলেন। আজও এই দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে বরিশাল। আজকের ম্যাচে জিতেই ঘুরে দাঁড়াতে চান মুশফিক। সাকিবের দল ডায়নামাইটস মাঠে নামবে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানটা দৃঢ় করতে। এবারের আসরের কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা। প্রথম ম্যাচে মাঠেও তার নজির দেখিয়েছে। দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী জয়ের  অপেক্ষায় ঢাকা। তবে রাজশাহীও ছেড়ে কথা বলবে না। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর