শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে দুর্ভাগ্যক্রমে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হার মানে শেখ রাসেল ক্রীড়াচক্র। ১-১ গোলে সমতা থাকা অবস্থায় শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনী যে গোলটি দেয় তা ছিল অফসাইডে। তবু গোলের বাঁশি বাজিয়েছেন রেফারি। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাই পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের। প্রথম পর্বে শেখ রাসেল ৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে। এতেই শিরোপার আশা অনেকটা শেষ হয়ে যায়। কোচ শফিকুল ইসলাম মানিক আশায় ছিলেন দ্বিতীয় পর্বে তার শিষ্যরা জ্বলে উঠবে। কিন্তু প্রথম ম্যাচে সেই হতাশা। প্রথমপর্বে দুর্বল উত্তর বারিধারার কাছে হেরে লিগ শুরু করে। দ্বিতীয় পর্বে আরও শোচনীয় হার। শেখ রাসেলের জালে বারিধারার ৩ গোল তা কি মানা যায়? যাক দ্বিতীয় ম্যাচে জয়ের ঠিকানা খুঁজে পেয়েছে শেখ রাসেল। প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়েছে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ রাসেল আজ মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ময়মনসিংহ স্টেডিয়ামে বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে।পয়েন্ট তালিকায় দুই দলের ব্যবধান অনেক। চট্টগ্রাম আবাহনী ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে সমান ম্যাচে শেখ  রাসেলের সংগ্রহ ১১। তাতে কি তারকা বা শক্তির দিক দিয়ে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। ময়মনসিংহের দর্শকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখবে আশা করা যায়।  শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, পেছনে আর তাকাতে চাই না। ছেলেরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আশা করি ভালো খেলা দিয়ে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। আগের ম্যাচে রনির ২ গোলে আমরা জয় পেয়েছি। গোল পাওয়াটা ওর জরুরি ছিল। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততে হলে সবাইকে ভালো খেলতে হবে। শিরোপা রেখে ভালোভাবে টিকে থাকতে হলে চট্টগ্রাম আবাহনীরও জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না।’ আজ চট্টগ্রাম আবাহনী ড্র বা হারলে লাভবান হবে ঢাকা আবাহনীই। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে তারা শীর্ষে রয়েছে।

সর্বশেষ খবর