সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে খুলনা

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে খুলনা

বিপিএলে জিততেই পারছে না চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা তিন ম্যাচ হেরে শীর্ষ চারের সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে গেল তাদের। গতকাল সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৩ রানে হেরে যায় খুলনা টাইটানসের কাছে। এই জয়ে খুলনা ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। অন্যদিকে ঢাকা তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিট রান রেটে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এরপর ৪ পয়েন নিয়ে রংপুর তৃতীয় ও বরিশাল ৪র্থ স্থানে আছে। টসে জিতে কুমিল্লার অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ে পাঠান খুলনাকে। ১০.১ ওভারে ২ উইকেট ৯২ রান তুললে বড় স্কোর গড়ার আভাস দিয়েছিলেন মাহমুদুল্লাহরা। কিন্তু সোহেল তানভীর ও মাশরাফির বোলিংয়ে তা আর হতে পারেনি। ২০ ওভারে ১৪৪ রান তুলতে সক্ষম হয়। হাসানুজ্জামান সর্বোচ্চ ৩৭ ও ফ্লেচার ২৩ রান করেন। অতিরিক্ত ২২ রানই খুলনাকে এত দূর টেনে আনে। সোহেল তানভীর ১৯, মাশরাফি ২৬ রানে ৩টি করে উইকেট পান। শান্ত ৯ রানে ২ উইকেট নেন। ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কুমিল্লা। স্যামুয়েলস ৩০, ইমরুল কায়েস ২১, সোহেল তানভীর ২১ ছাড়া বাকিরা দৃঢ়তার পরিচয় দিতে না পারায় কুমিল্লা ১৩১ রানে থেমে যায়। সাইফুল ইসলাম ১৯ ও জুনায়েদ খান ২৪ রানে ২টি করে উইকেট পান। আজ দুপুরে মুশফিকের বরিশাল মুখোমুখি হবে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সন্ধ্যায় লড়বে মাশরাফির কুমিল্লা ও সাকিবের ঢাকা। এই ম্যাচ দিয়ে বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষ হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর