সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিতেই চলেছে ঢাকা আবাহনী

ময়মনসিংহ প্রতিনিধি

জিতেই চলেছে ঢাকা আবাহনী

গোলের পর সানডে

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে ঢাকা আবাহনী। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ২-১ গোলে টিম বিজেএমসিকে হারিয়ে শীর্ষেই থেকে যায় জর্জ কোটানের শিষ্যরা। সব গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে আবাহনী, ৬৪ মিনিটে পেনাল্টি থেকে টিম বিজেএমসি ও ৮২ মিনিটে আবারও গোল পায় আবাহনী। ম্যাচের ৩৩ মিনিটেই এগিয়ে যেতে পারত মামুন মিয়ার দল। লি টাক বল নিয়ে যখন প্রতিপক্ষের বক্সের দিকে এগুচ্ছিল ঠিক তখনই ফাউল করে টিম বিজেএমসি। ফ্রি কিকে ডি-বক্সের অল্প বাইরে থেকে ইনসুইং কিক নেয় লি টাক। কোনো মতে ফিরিয়ে দেয় গোলরক্ষক। সামনে দাঁড়ানো হেমন্ত বল পেলেও নিশ্চিত গোল মিস করে আবাহনী। ৪২ মিনিটে ডান প্রান্ত দিয়ে মধ্যমাঠ থেকে বল নিয়ে যায় জুয়েল রানা। ডি-বক্সের ভিতর থেকে কিক নিলেও ফিরিয়ে দেয় গোলরক্ষক। পাল্টা আক্রমণে আসে টিম বিজেএমসি। ৪৩ মিনিটে ময়মনসিংহের ছেলে জিকুর কিক অল্পের জন্য মিস।  ম্যাচের প্রথম গোল আসে ৫৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে সানডে একজনকে দারুণভাবে কাটিয়ে ডান পায়ের কিকে গোল করেন। ১-০তে এগিয়ে যায় আবাহনী। অবশ্য গোল শোধে বেশিক্ষণ সময় নেয়নি জাকারিয়া বাবুর শিষ্যরা। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে এলিটা কিংসলে থেকে জাকির হোসেন জিকু বক্সের ভিতর বল পায়। জিকুর ছোট্ট পাস স্যামসন ইলিয়াসুর কাছে। বক্সের ভিতর থেকেই জোরালো শট। পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা মামুন মিয়ার হাতে বল লেগে ফিরে। পেনাল্টি পায় বিজেএমসি।  পেনাল্টি শট নেয় নাইজেরিয়ান তারকা ইলিয়াসু। সমতায় ফেরে বিজেএমসি। উত্তেজনায় ঠাসা এ ম্যাচটিতে ৮২ মিনিটে আবারও গোল পায় সফল কোচ জর্জ কোটানের শিষ্যরা। কর্নার থেকে লি টাকের দারুণ শট। জুয়েল রানার হেড থেকে ওয়াহেদ বল ঢুকিয়ে দেয় বিজেএমসির জালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর