সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষুব্ধ ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক

ক্ষুব্ধ ম্যারাডোনা

২০১৪ বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছিল না। ভালোমানের খেলোয়াড়ের অভাবে ব্যর্থতা যেন নিত্য সঙ্গী হয়ে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন অবস্থায় কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দুঙ্গাকে। নতুন কোচ পেয়ে উজ্জীবিত হয়ে উঠে ব্রাজিল। যার প্রমাণ মিলছে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে। একের পর এক ম্যাচ জিতে নেইমাররা চূড়ান্ত পর্বে যাওয়া এখুনি অনেকটা নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচে নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। ব্রাজিল উড়ছে। কিন্তু আর্জেন্টিনার করুণ দশা। চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা এনিয়ে শঙ্কিত দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ও হতাশ কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তারই নেতৃত্বে ১৯৮৬ সালে আর্জেন্টিনা শেষবারের মতো ফুটবলে বিশ্বজয় করে। ২০১০ বিশ্বকাপে কোচও ছিলেন ম্যারাডোনা। কিন্তু ফাইনালে খেলাতে পারেননি। সেই থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে তার গুরুত্ব কমে গেছে। তার মতামতকে কেউ গুরুত্ব দেন না। তারপরও ম্যারাডোনা দেশের ফুটবল মান নিয়ে ক্ষিপ্ত। বিশ্বকাপ বাছাই পর্ব পারফরম্যান্স দেখে তিনি মন্তব্য করেছেন আর্জেন্টিনা যে বিশ্বচ্যাম্পিয়ন দল এখনকার খেলা দেখলে মনেই হচ্ছে না। বিশেষ করে ব্রাজিলের কাছে শোচনীয় হার তিনি মেনে নিতে পারছেন না। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সমালোচনা করে তিনি বলেন অদক্ষ লোকের হাতে পড়ে দেশের ফুটবলে বারোটা বাজতে চলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর