সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
এশিয়ান হকি ফেডারেশন কাপ

১৮ সদস্যের দল চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

১৮ সদস্যের দল চূড়ান্ত

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকিতে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। দুর্ভাগ্যক্রমে ফাইনালে ভারতের কাছে হেরে যায়। এমন পারফরম্যান্সে হকিকে ঘিরে নতুন আশা জেগে উঠছে। ১৯ নভেম্বর থেকে হংকং বসছে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্ট (এএইচ কাপ)। যারা চ্যাম্পিয়ন হবে তারাই সামনে এশিয়া কাপে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ চ্যাম্পিয়নের লক্ষ্যেই ১৬ নভেম্বর হংকংয়ে উড়ে যাচ্ছে। বাংলাদেশ গ্রুপে হংকং, চাইনিজ তাইপে ও ম্যাকাও রয়েছে। গ্রুপ নয় বাংলাদেশের টার্গেট শিরোপা। জার্মানি, পোল্যান্ড ও অস্ট্রিয়াতে প্রায় ১ মাস অনুশীলন করেছে জাতীয় হকি দল। পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে। এ ধরনের প্রস্তুতি হকিতে আগে কখনো হয়নি। নির্বাচকরা ১৮ সদস্যের চূড়ান্ত দল প্রস্তুত করে রেখেছে। আজই ঘোষণা হবে দল। ১৮ সদস্য দলে অসীম গোপ, জাহিদ হোসেন, রেজাউল করিম, শিটুল, চয়ন, আশরাফুল, খোরশেদ, পিন্টু, সারোয়ার, রুম্মন, কামরুজ্জামান রানা, জিমি, কৌশিক, পুস্কর ক্ষিসা মিমো, মিলন, কৃষ্ণ কুমার, তাপস বর্মন ও নিলয় সুযোগ পেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর