সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বোলারদের নিয়ন্ত্রণে হোবার্ট টেস্ট

ক্রীড়া ডেস্ক

হোবাট টেস্ট দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে আছে। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৮৫ রানে অলআউট হয়ে যায়। টেস্টে অনেকদিন পর অসিদের এমন করুণ দশা দেখা গেল। এ নিয়ে অস্ট্রেলিয়ার মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাও প্রথম ইনিংসে ততটা সুবিধা করতে পারছে না। ১৭১ রান তুলতেই তাদের ৫ উইকেটের পতন ঘটেছে। আমলা ৪৭, ডু প্লেসিস ৩৮, কুকের ২৮ ছাড়া বাকিরা জ্বলে উঠতে পারেননি। ৮৬ রানে লিড নিয়েছে সফরকারীরা। বোলারদের নিয়ন্ত্রণে টেস্ট তাই প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা বড় রানে লিড নেবে সেই সম্ভাবনা ক্ষীণই বলা যায়। প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গেছে। এই টেস্টও জয়-পরাজয়ে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, হোবার্ট টেস্টেও দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনার রয়েছে।

সর্বশেষ খবর