মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া

লিওনেল মেসি দলে ফিরেছেন পূর্ণ ফর্ম নিয়েই। দলে আছেন ডি মারিয়া-আগুয়েরোসহ অন্য তারকারাও। তারপরও চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলের বড় পরাজয় আলবেসিলেস্তদের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলাতেই দেখা দিয়েছে সংশয়। অথচ দলটা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জয়ের কথা বলছে! ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের কাছে পরাজয়ের পর চূড়ান্ত পর্বে খেলা নিয়ে অনিশ্চয়তা বেড়ে গেলেও কোচ অ্যাডগার্ডোর বাউজার মতে, এখনো চিন্তিত হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা ঠিকই উতরে যাবে বাছাইপর্বের বাধা। কেবল তাই নয়, তার দৃষ্টিও বহুদূর। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা আর্জেন্টিনা আগামীকাল ভোরে ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে। ১১ ম্যাচ খেলে কলম্বিয়ানরা ১৮ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে। কলম্বিয়ার বিপক্ষে এ ম্যাচটা জিতলে অবশ্য অনেকটা অনিশ্চয়তা কেটে যাবে আলবেসিলেস্তদের। শত অনিশ্চয়তা থাকার পরও দারুণ আশাবাদী কোচ বাউজা। তিনি বলছেন, ‘বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে আমি কখনো সন্দেহ করি না। পয়েন্ট হারানোটা আমাদের কষ্ট দেয়। তবে আমরা শক্তিশালী দল। এটা আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে।’ বাউজার দলটা শক্তিশালী নিঃসন্দেহে। গত কয়েক ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। থাকলেও ছিলেন নিষ্প্রভ। অধিনায়ক মেসিকে পূর্ণ রূপে পেলে আর্জেন্টিনা অসাধ্য সাধন তো করতেই পারে! কোচ বাউজা তাই পরের ম্যাচগুলোতে জয় নিয়েই ভাবছেন। এদিকে ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে অন্যরাও। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। এই ম্যাচ জিতলে চূড়ান্ত পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সিলেকাওদের। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির। ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে চিলিয়ানদের অবস্থান পাঁচ নম্বরে। উরুগুয়ের কাছে চিলির পরাজয় আর্জেন্টিনার জন্য সুখবরই বয়ে আনবে। এমনকি দুদল ড্র করলেও আলবেসিলেস্তদের লাভ হবে অনেকটা। পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা ইকুয়েডরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এছাড়াও লা পাজের উচ্চতায় গিয়ে বলিভিয়ার মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে এবার প্যারাগুয়ে, পেরু, ভেনেজুয়েলা আর বলিভিয়ার জন্য চূড়ান্ত পর্ব নিশ্চিত করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে।

সর্বশেষ খবর