মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোর ডাবলে পর্তুগালের স্বস্তি

ক্রীড়া ডেস্ক

রোনালদোর ডাবলে পর্তুগালের স্বস্তি

ক্রিস্টিয়ানো রোনালদোর ডাবলে দুরন্ত জয় পেয়েছে পর্তুগাল। গত রবিবার নিজেদের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাটভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগিজরা। রোনালদো দুটি গোল করেছেন। এছাড়াও একটি করে গোল করেছেন উইলিয়াম ও ব্রুনো আলভেস। এ জয়ের পরও ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বি গ্রুপে পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে পর্তুগাল। ৪ ম্যাচের তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে বি গ্রুপের শীর্ষে অবস্থান করছে সুইজারল্যান্ড। গত রবিবার সুইসরা ২-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডকে। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে ক্রিস্টিয়ানো রোনালদোদের ধারাবাহিক জয় তো পেতেই হবে, সেই সঙ্গে সুইজারল্যান্ডকে ফিরতি লেগে বেশ বড় ব্যবধানে হারাতে হবে। গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করতে ব্যর্থ হলে, এবারেও প্লে-অফ রাউন্ড খেলতে হবে রোনালদোদের।

এদিকে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গত রবিবার প্রতিপক্ষ এস্তোনিয়াকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। মার্টিনস ও লুকাকো দুটি করে গোল করেন দলের পক্ষে। এছাড়াও একটি করে গোল করেন তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড, মুনিয়ের ও ফেরেইরা। এস্তোনিয়ার ক্ল্যাভান একটি আত্মঘাতী গোল করে বেলজিয়ামের জয়ের ব্যবধান আরও বড় করেন। এ জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বেলজিয়াম। বিশ্বকাপ বাছাইপর্ব পাড়ি দিতে খুব একটা কষ্ট হবে না তাদের। এই গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস। গ্রিকরা গত রবিবার ১-১ গোলে ড্র করেছে বসনিয়ার সঙ্গে। বিশ্বকাপের ফেবারিট দল নেদারল্যান্ডস গত রবিবার জয় পেয়েছে লুক্সেমবার্গের বিপক্ষে। ডাচরা ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে। ডিপেই দুটি গোল করেন নেদারল্যান্ডসের পক্ষে। এছাড়াও একটি গোল করেন রোবেন। এ জয়ের পরও ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার দুই নম্বরেই রয়ে গেছে ডাচরা। চার ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। গত রবিবার এছাড়াও ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে বুলগেরিয়া, সাইপ্রাস ও হাঙ্গেরি। বুলগেরিয়া ১-০ গোলে হারিয়েছে বেলারুশকে। ৩-১ গোলে জিব্রালটারকে হারিয়েছে সাইপ্রাস। হাঙ্গেরি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যান্ডোরাকে।

সর্বশেষ খবর