শিরোনাম
মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেরেই চলেছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

হেরেই চলেছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। গতকাল তারা ৩৩ রানে হেরে যায় ফেবারিট ঢাকা ডায়নামাইটসের কাছে। কুমিল্লার এটি টানা চতুর্থ হার। অন্যদিকে চার ম্যাচে ঢাকার তৃতীয় জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা রানের বন্যা বইয়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। এবার বিপিএলে এটিই দলীয় সর্বোচ্চ রান। তরুণ ব্যাটসম্যান মেহেদী মারুফ ৩৯ বলে সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করেন। নাসির ৪৩, সাকিব ২৪, সাঙ্গাকারা ২০ রান তোলেন। রশিদ খান ২৮ রানে ৩ উইকেট পান। ১৯৫ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে কুমিল্লা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। ৭০ রানে তাদের ৫ উইকেটের পতন ঘটে। এ অবস্থায় মনে হচ্ছিল কুমিল্লা ১০০ রানও তুলতে পারবে না। কিন্তু শেষ দিকে অধিনায়ক মাশরাফির দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা ১৫০ পেরুতে সক্ষম হয়। ৩৫ বলে মাশরাফি সর্বোচ্চ ৪৭ রান করেন। এর মধ্যে ৫টি ছক্কা ও ২টি বাউন্ডারি ছিল। ইমরুল কায়েস ১৯, শফিউদ্দিন ১৮, শান্ত ১৬, আহমেদ শেহজাদ ১৫ রান করেন। ২০ ওভারে ৯ উইকেটে কুমিল্লা শেষ পর্যন্ত ১৬১ রান করে। মো. শহিদ ৩৪ রানে ৩ উইকেট পান। ঢাকা, বরিশাল ও খুলনা ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করলেও নিট রান রেটে ঢাকা শীর্ষে রয়েছে। এরপর বরিশাল ও খুলনা। গতকালের ম্যাচ দিয়ে বিপিএলে ঢাকা প্রথম পর্ব শেষ হলো। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামে দ্বিতীয় পর্ব শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর