বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেস্টে এ কোন অস্ট্রেলিয়া!

সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

টেস্টে এ কোন অস্ট্রেলিয়া!

একি বিমর্ষ চেহারা অস্ট্রেলিয়ার? নিজ দেশে টেস্টে নাস্তানাবুদ ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা। পার্থ টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। হোবার্টে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করল তারা। এখন শুধু অপেক্ষা অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হয় কিনা? হোবার্ট টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৮৫ রানে অলআউট হলে বোঝাই যাচ্ছিল দিনে বৃষ্টির কারণে ব্যাট-বল মাঠে গড়ায়নি। এরপরও রক্ষা পেল না অস্ট্রেলিয়া। ইনিংস ও ৮০ রানের হারের লজ্জা পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১২১ রানে তৃতীয় দিনটা শেষ করে স্বাগতিকরা। এতে লড়াইয়েও আভাস পাওয়া গিয়েছিল। পারল না তারা। দক্ষিণ আফ্রিকার মারাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২১ রানে ২ সেখানে কিনা ৬০.১ ওভারে ১৬১ রানেই অলআউট। কি লজ্জাটাই না পেল অস্ট্রেলিয়া। ৪০ রান যোগ করতেই তাদের ৮ উইকেটের পতন ঘটে। ওসমান খাজা ৬৪, ওয়ার্নার ৪৫, স্মিথের ৩১ ছাড়া বাকিরা কেউ দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেনি। ব্যাটিং লাইনে অস্ট্রেলিয়ার এমন ধস নেমে ছিল ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার তারা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৪২ রানে। সেই ইনিংসে ৩২ রানে ৮ উইকেটের পতন ঘটে। গতকাল হোবার্টেও ৩২ রানে শেষ ৮ উইকেটের পতন। এর জন্য বড় কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাবট। তিনি ২৩.১ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পান। রাবাদা ১৭ ওভারে ৩৪ রানে ৪ উইকেট। ম্যাচসেরা পুরস্কার জেতেন অ্যাবটই। নিজেদের আরেকটি লজ্জার রেকর্ড স্পর্শও করেছে অস্ট্রেলিয়া। এই টেস্টে দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হয়েছেন ১৬ ব্যাটসম্যান। ১৯১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার ১৬ জন ব্যাটসম্যান এক অঙ্কে সাজঘরে ফেরত যান। উল্লেখ্য, হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩২৬ রান সংগ্রহ করে। এই জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল তারা। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর