বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এনামুলের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

এনামুলের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। চিটাগং ভাইকিংসের জন্য এটা হোম গ্রাউন্ড। পরিচিত মাঠ ছাড়াও রয়েছে লাখো দর্শকের সমর্থন। ঢাকায় তেমন একটা সুবিধা করতে পারেনি তামিম ইকবালদের চিটাগং ভাইকিংস। চট্টগ্রামে কী পারবে! গতকাল সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছেন এনামুল হক বিজয়। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো পাঠকদের সামনে

 

চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। আপনাদের প্রত্যাশা কি থাকছে?

দুর্ভাগ্যবশত আমরা ঢাকায় তেমন একটা ভালো করতে পারিনি। চট্টগ্রামে চেষ্টা থাকবে ভালো কিছু করার। এখনো আমাদের সুযোগ আছে। চট্টগ্রামে চারটা ম্যাচের মধ্যে তিনটাতে জিততে পারলেই মোমেন্টামটা ঘুরে যাবে। আমরা সবাই মিলেই চেষ্টা করছি কামব্যাক করতে। আশা করি চট্টগ্রামে ভালো কিছু হবে।

শেষ তিনটা ম্যাচে হেরে যাওয়ার ব্যাখ্যা..

সত্যি কথা বলতে এ ম্যাচগুলোতে আমরা শেষের দিকে এসে হেরে গেছি।  শেষ দুই ওভার বা এক ওভারের মধ্যে  হেরেছি। সেট ব্যাটসম্যানদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। আমাদের লক্ষ্য হচ্ছে ২০ ওভার পর্যন্ত খেলে যাওয়া। বোলারদেরও দায়িত্বশীল হতে হবে। দলীয় পারফরম্যান্সের মাধ্যমেই ভাগ্য ফেরাতে হবে। ঢাকার বিপক্ষে ভালো একটা কামব্যাক করার  চেষ্টা থাকবে আমাদের।

আপনি নিজেও রান পাচ্ছেন না..

সবমিলিয়ে নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। দুই ম্যাচে রান আউট হয়ে গেছি। এক ম্যাচে ভালো করতে পারিনি। শেষ ম্যাচে মোটামুটি একটা ব্যাটিং হয়েছে। এখনো আটটা ম্যাচ আছে। সুযোগ আছে। আশা করছি ভালো কিছু করতে পারব।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে স্পিনিং উইকেট ছিল। আপনারা কি উইকেট আশা করছেন?

আমি মনে করি অবশ্যই চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হবে। ব্যাটসম্যানরা এখানে বেশ সুবিধা পাবে। স্পিনাররা কিছু টার্ন পেতে পারে। তবে ব্যাটসম্যানরাই ম্যাচ নিয়ন্ত্রণ করবে।

চার-ছক্কা মারার মতো আইডিয়াল উইকেট পাচ্ছে ব্যাটসম্যানরা?

সবাই চায় রানের বন্যা বয়ে যাক। দর্শকরা খুব উৎসবে মেতে উঠুক। আমরা ব্যাটসম্যানরাও রান করতে চাই। সবমিলিয়ে মনে করি এবারে উইকেট ভালোই। উইকেটে বোলারদের জন্যও তো কিছু থাকতে হবে। বোলার বল করবে আর ছয়-চার খাবে এমন তো হয় না। আমি মনে করি উইকেট ঠিক আছে। আশা করি চট্টগ্রামে ভালো উইকেটই হবে। বোলাররা ভালো জায়গায় বল করলে ভালো করবে। আবার ব্যাটসম্যানরাও হিট করতে পারবে।

সর্বশেষ খবর