বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্য একটাই শিরোপা

হকি দল হংকং যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য একটাই শিরোপা

এএইচএফ কাপে বাংলাদেশের লক্ষ্য একটাই শিরোপা। হংকংয়ে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে আজই ঢাকা ছাড়ছে জাতীয় হকি দল। যাওয়ার আগে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান কোচ অলিভার কার্টজ বলেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলা। চার বছর পর জাতীয় দলের অধিনায়ক হয়েছেন রাসেল মাহমুদ জিমি। তিনিও বললেন একই কথা। লক্ষ্য আমাদের একটাই শিরোপা। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয়। দ্বিতীয় আসরে ২০১০ সালে জার্মান কোচ গেরহার্ড পিটারে অধীনে চ্যাম্পিয়ন না হয়েও এশিয়া কাপ খেলেছিল বাংলাদেশ। ২০১২ ও ২০১৪ সালে টানা দুই বার শিরোপা জিতে বাংলাদেশ। দুবারই কোচ ছিলেন মাহবুব হারুন। এবার তিনি যাচ্ছেন সহকারী কোচ হিসেবে। হংকংয়ে এই আসরে গ্রুপে তেমন শক্তিশালী দলের বিপক্ষে মুখোমুখি হবে না। তাই ফাইনাল খেলাটা নিশ্চিতই বলা যায়। অপর গ্রুপেও শক্তিশালী প্রতিপক্ষ না থাকাতে শিরোপা জেতার আশা নিয়েই ঢাকা ছাড়ছেন খেলোয়াড়রা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর