বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন রেকর্ড গড়ল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এমনিতেই উজ্জীবিত ছিল নেইমাররা। তাই ঘরের মাঠে না খেললেও পেরুর বিপক্ষে জিতবে এ নিয়ে সমর্থকদের সংশয় ছিল না। শেষ পর্যন্ত তাই হয়েছে।  ২-০ গোলে জয় পেয়েছে তারা। ব্রাজিল এখন বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষেই আছে। প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। আগুন্তোর গোলটিও বানিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। এই জয়ে অনন্য এক রেকর্ড গড়ল তিতের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জিতল ব্রাজিল। আক্রমণে প্রতিপক্ষদের রক্ষণভাগ ভেঙে দিলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতির পরও চাপ অব্যাহত থাকে। কিন্তু জালে বল জড়াতে পারছিল না নেইমাররা। ৫৮ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মিলে। ডি-বক্সে বল নিয়ে ঢুকে কৌতিনিয়ো পড়ে গেলেও পেরুর ডিফেন্ডারের গায়ে লেগে বল যায় গ্যাব্রিয়েল জেসুসের কাছে। তিনি আর দেরি না করে বল জালে পাঠিয়ে দেন। এগিয়ে যায় ব্রাজিল। ৭৮ মিনিটে আগুন্ত ব্রাজিলের গোলটি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর