বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিডিয়া বয়কট আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

সংবাদ মাধ্যমকে বয়কট করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। এসেকিয়েস লাভেন্সিকে নিয়ে এক সাংবাদিক অভিযোগ করায় তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান আজেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। সানহুয়ানে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে ৩-০ গোলে হারানোর পর আসা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার ঘোষণা দেন তিনি। চীনের ক্লাব হোবই চায়না ফরচুনের ৩১ বছর বয়সী স্ট্রাইকার লাভেন্সি কলম্বিয়ার বিপক্ষে দলে ছিলেন না। সাংবাদিক গাব্রিয়েল আনল্লো সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে মন্তব্য করেন, ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে গাঁজা সেবনের কারণেই লাভেন্সি দল থেকে বাদ পড়েছেন। মিথ্যা এই অভিযোগে পরিবারের সদস্যরা কষ্ট পাওয়ায় তার ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায়। ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন লাভেন্সি। কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের পর ২৩ সদস্যের দলের সবাইকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মেসি। দলের পক্ষে কথাও বলেন তিনি। আবেগ আপ্লুত কণ্ঠে মেসি বলেন, ‘আমরা জানাতে এসেছি যতদিন বিষয়টি নিষ্পত্তি না হবে ততদিন আমরা মিডিয়াকে এড়িয়ে চলব। লাভেন্সির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আমরা মানতে পারছি না। আমি জানি সবাই এই অপরাধ করেননি। তারপরও আমরা দুঃখিত যে, কোনো মিডিয়ার সঙ্গে কথা বলব না।’ তবে আর্জেন্টিনার এক দৈনিকে উল্লেখ করেছে মেসিদের এই সিদ্ধান্ত সাময়িক। অচিরেই আবার মিডিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর