শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাফিসের মুখে ‘নাফিস বন্দনা’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

নাফিসের মুখে ‘নাফিস বন্দনা’

নাফিস ইকবাল

তামিমের বড় ভাই নাফিস ইকবাল। খুলনা টাইটানসের ‘ম্যানেজার’ তার নতুন পরিচয়। গতকাল চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুলনা টাইটানসের অনুশীলনের ফাঁকে আলাপে আলাপে বললেন অনেক কথাই। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের নানা ছক তার চিন্তায় ঘুরপাক খাচ্ছে। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবার পাশাপাশি দিনের অনেকটা সময় কেটে যায় অন্যদের নিয়ে ভেবে। পুরাতন সমস্যাগুলো দূর করার উপায় নিয়ে চিন্তা করেন তিনি। ভবিষ্যতের তারকাদের নিয়েও গভীর পর্যবেক্ষণ আছে নাফিস ইকবালের। তার মতে, সাব্বির রহমান হতে পারেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তামিমের পর তিনিই এখন সেরা। গতকালের দীর্ঘ আলাপে তার মুখে আরেক নাফিস সম্পর্কে প্রশংসার বন্যা বইছিল। বারবারই তিনি ফিরে যাচ্ছিলেন শাহরিয়ার নাফিসের অতীত আর বর্তমান প্রসঙ্গে। ‘দেখুন, আমরা প্রায় সমসাময়িক হলেও চিন্তাধারায় ভিন্নতা রয়েছে। আমি যেমন টি-২০ ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ক্রিকেটের এই ফরম্যাটের সঙ্গে আমি ঠিক মানিয়ে নিতে পারব না। এমনটা রিকি পন্টিং আর মাইকেল ক্লার্কের মতো ব্যাটসম্যানরাও করেছেন। শাহরিয়ার নাফিস সম্পূর্ণই ভিন্ন প্রকৃতির। কঠোর পরিশ্রমী। নিজেকে এখনো সেরাদের সারিতে ধরে রাখার পেছনে রয়েছে ওর সাধনা।’ নাফিস ইকবাল এভাবেই বার বার শাহরিয়ার নাফিস সম্পর্কে বলছিলেন। শাহরিয়া নাফিসের ধারাবাহিক পারফরম্যান্স তাকে আরও একবার আলোতে নিয়ে এসেছে। জাতীয় লিগ এবং বিপিএলে তিনি দারুণ খেলেছেন। প্রতিনিয়তই তার ব্যাট থেকে ঝলকাচ্ছে রানের ফোয়ারা। তবে জাতীয় দলে সুযোগ পাওয়াটা এখন আর আগের মতো সহজ নয়। প্রতিটা স্থানের জন্যই বিসিবির কাছে রয়েছে একাধিক বিকল্প। এদের কেউই কারও চেয়ে কম নয়। নাফিস ইকবাল অবশ্য মনে করেন, জাতীয় দলে খেলাই তো শেষ কথা নয়। প্রথম বিভাগ কিংবা বিপিএলের মতো আসরগুলোতে খেলাও কম নয়। নাফিসের মুখে ‘নাফিস’ বন্দনা ছাড়াও ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানান আলোচনা। ‘আমাদের এখানে উইকেটের প্রকৃতিটা দেখুন! আমরা ঘাসের উইকেটে অনুশীলন করছি। অবকাঠামো উন্নয়ন মানে ড্রেসিংরুম সুন্দর করে তোলা নয়। ইংল্যান্ডের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দেখুন। খুবই সাধারণ। কিন্তু উইকেটের দিকে ঠিকই ওদের সজাগ দৃষ্টি রয়েছে।’ ক্রিকেটের উন্নয়নের জন্য আন্তর্জাতিকমানের উইকেট গড়ে তুলতে হবে। অনুশীলনের সময়ও যেন ক্রিকেটাররা সেই মানের উইকেট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সর্বশেষ খবর