শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোহলি-পুজারার সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

ক্রীড়া ডেস্ক

কোহলি-পুজারার সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

বিশাখাপত্তম টেস্টে প্রথম দিনে কোহলি ও পুজারার সেঞ্চুরিতে ভারত ১ম দিনে ৩১৭ রান সংগ্রহ করে —এএফপি

রাজকোটে কোণঠাসা হয়েছিল ভারত। ম্যাচ ড্র হলেও ইংলিশদের আধিপত্য শিকার করে নিতে হয়েছিল। কিন্তু বিশাখাপত্তমে সফরকারীদের আর কোনো সুযোগ দিতে চায় না ভারত। তাই ইংল্যান্ডকে ব্যাকফুটে পাঠিয়ে দিতে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র ২২ রানে দুই উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেটে অধিনায়ক কোহলি এবং চেতশ্বর পুজারা মিলে ২২৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে গেছেন। তবে পুজারা আউট হলেও অপরাজিত রয়েছেন কোহলি। দুই ব্যাটসম্যান সেঞ্চুরিও করেছেন। ১১৯ রানে আউট হলেও ১৫১ রান করে অপরাজিত রয়েছেন কোহলি। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে ভারত। প্রথম দিনেই যেন চালকের আসনে বসেছে স্বাগতিকরা।

বিরাট কোহলি আগেই বলেছিলেন, রাজকোটে টসে হারার পরই বিপাকে পড়েছিল তার দল। তাই বিশাখাপত্তমে টস যেন ভারত প্রথম দিনেই এগিয়ে রাখল। আজ দ্বিতীয় দিনেও যদি কোহলির ব্যাট হাসতে থাকে তাহলেও ইংলিশদের বিরুদ্ধে রানের পাহাড় গড়া ভারতের জন্য সময়ের ব্যাপার মাত্র। তবে কাল আরও সুবিধাজনক অবস্থায় দিনটি শেষ করতে পারতো ভারত। একবারে শেষ বিকালে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। চার উইকেটের তিনটিই নিয়েছেন জেমস অ্যান্ডারসন। একটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ স্পিনাররা কোনো সুবিধাই করতে পারেননি। এমনকি যে বেন স্টোকস বাংলাদেশে এসে রিভার্স সুইং দিয়ে ব্যাপক সফল হয়েছিলেন তিনিও প্রথম দিনে কোনো উইকেট পাননি।

সর্বশেষ খবর