শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোকে হারিয়ে এক দশকের সেরা মেসি

ক্রীড়া ডেস্ক

রোনালদোকে হারিয়ে এক দশকের সেরা মেসি

২০১৬ ব্যালন ডিঅর ট্রফি (বর্ষসেরা পুরস্কার) চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই দেখছেন ফুটবল বোদ্ধারা। পিছিয়ে নেই লিওনেল মেসিও। ব্যক্তিগত প্রাপ্তির দিক দিয়ে সেরা প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা বার্সার এই প্রাণভোমরা। রোনালদোকে পেছনে ফেলে গত ১০ বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি।  গত এক দশকে সেরা খেলোয়াড় বাচাইয়ে একটি ভোটিং পোল খোলে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডটকম।’ প্রায় অর্ধেক পাঠকের চোখে মেসিই সেরা। অথচ তিনদিন আগেই এ বছরের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ‘গোল ৫০’ জেতেন রোনালদো। পুরো বিশ্ব থেকে ২৭ হাজারেও বেশি ভোট পড়ে। যার ৪৯ শতাংশ (১২,৮০০) যায় চারবারের বিশ্বসেরা মেসির বাক্সে। ৩৯ শতাংশ ভোট (১০,২৩৪) দ্বিতীয় স্থানে রিয়াল-মাদ্রিদের পর্তুগিজ অধিনায়ক। আন্দ্রেস ইনিয়েস্তা ও স্লাতান ইব্রাহিমোভিচ দুজনই ৩ শতাংশ ভোট পান। কিন্তু ৮৫১ ভোট পাওয়ায় তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ এই তারকা। সুইডিশ স্ট্রাইকারকে বেছে নেন ৬৯৩ জন। সেরা ১০-এর অন্য ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রত্যেকেই ১ শতাংশ হারে ভোট পেয়েছেন। সাবেক বার্সা সুপার স্টার জাভি হার্নান্দেজকে (৩৪০) ৩৯ ভোটে হারিয়ে পঞ্চম স্থানে রিয়াল দলপতি সার্জিও রামোস (৩৭৯)। সাত নম্বর পজিশন নিয়ে বেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন (২১৬) ও থমাস মুলারের (২১৪) চেয়ে ১২ ও ১৪ ভোটে এগিয়ে থাকেন আগামীর বিশ্বসেরা নেইমার।

সর্বশেষ খবর