শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিপক্ষ ফেনী সতর্ক শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বন্দর নগরী চট্টগ্রামে পুনরায় মাঠে নামছে। এবারে এই আসরে যাত্রা হয়েছিল চট্টগ্রাম থেকেই। দ্বিতীয় পর্ব ঢাকা ও ময়মনসিংহে মাঠে নামে। এম এ আজিজ স্টেডিয়ামে আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকাল ৪টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সকার ক্লাব ফেনী। ২৮ নভেম্বর ঢাকা মোহামেডান-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। এরপর ১ ডিসেম্বর থেকে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ শুরু হবে।

চট্টগ্রামে আজ স্বাগতিক আবাহনীর ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা আবাহনী। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে চট্টগ্রাম সংগ্রহ ২৮। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে চট্টগ্রাম আবাহনীকে জিততেই হবে। প্রথম পর্বে শেখ জামালের বিপক্ষে তারা ড্র করেছিল। শক্তিশালী দল গড়েও শেখ রাসেলের অবস্থা ততটা মজবুত নয়। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১২। তবে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে তারা কিছুটা গুছিয়ে খেলছে। প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে হারলেও পরের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জয় ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে। প্রতিপক্ষ দুর্বল ফেনী। তারপরও সতর্ক হয়ে মাঠে নামবেন মানিকের শিষ্যরা। কেননা প্রথম পর্বে ফেনীর কাছে হার মানে। কোচ শফিকুল ইসলাম মানিক বললেন, জিততে হলে ভালো পারফরম্যান্স শো করতে হবে। বিশেষ করে গোলের সুযোগ হাত ছাড়া করা যাবে না। আশা করি চট্টগ্রাম পর্বটা জয় দিয়েই শুরু হবে। চট্টগ্রামে টিম বিজেএমসি ও মুক্তিযোদ্ধার বিপক্ষে লড়বে শেখ রাসেল।

সর্বশেষ খবর