রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে জয়ের হাসি মাশরাফিদের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লার ‘টেস্ট ব্যাটিং’ দেখে বিরক্ত অধিনায়ক মাশরাফি গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিং অর্ডারে অনেকটা ওপরের দিকেই নেমে গেলেন মাঠে। তবে মাশরাফিও তেমন একটা রান করতে পারেননি। তার পরও গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৫২ রানের মোটামুটি নিরাপদ সংগ্রহ গড়ে। নাজমুল হোসেন শান্ত (৪১) আর ইমরুল কায়েসের (৩৪) ব্যাটিং রাজশাহীর সামনে টি-২০ ক্রিকেটের জন্য ছোটখাটো হলেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করে সাগরিকার উইকেটে ম্যাচ জয় করা খুব একটা কঠিন ছিল না। তবে মাশরাফিদের দুরন্ত বোলিং ১২০ রানেই থামিয়ে দেয় রাজশাহী কিংসকে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা ষষ্ঠ ম্যাচে এসে হাসল বিজয়ের হাসি। ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক। তিনি মাত্র ৪৩ বলে ৫৩ রানের এক দারুণ ইনিংস খেলেন। তবে মুমিনুল ছাড়া রাজশাহীর আর কোনো ব্যাটসম্যানই কুমিল্লার বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি। সোহেল তানভীর সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে রাজশাহীর ইনিংসে ধস নামান। তিনি ৩ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দেন। এ ছাড়া ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১টি করে উইকেট নেন মাশরাফি ও ডসকেট। ছয় ম্যাচে এক জয়। অনেক দেরিতে হলেও জয়ের দেখা পেল কুমিল্লা। এ জয়ে মুখে হাসি ফিরলেও খুব একটা উৎসব করেননি মাশরাফিরা। অবশ্য মনমরা সেই ভাবটা এখন উধাও হয়েছে দল থেকে। কে জানে, সামনের ছয়টি ম্যাচে মাশরাফির দল অসাধারণ কিছু করে দেখাতে পারে কিনা!

সর্বশেষ খবর