শিরোনাম
সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রতিপক্ষ চীন তাইপে

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আজ

যতটা জ্বলে উঠার কথা ছিল ততটা পারেনি। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) টুর্নামেন্টে বাংলাদেশ প্রত্যাশিতভাবে জয় দিয়ে শুরু করলেও দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে। ৪-২ গোলে জয় পেয়েছেন জিমি- চয়নরা। আজ হংকংয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে চীন তাইপের বিপক্ষে। দুর্বল প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশের জয়টা সময়ই ব্যাপার বলা যায়। ২৩ নভেম্বর ম্যাকাও মুখোমুখি হবে বাংলাদেশ।

ঢাকা ছাড়ার আগে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলে গেছেন টার্গেট তাদের একটাই চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলা। সত্যি বলতে কী এই লক্ষ্যে পৌঁছানোটা বাংলাদেশের জন্য কঠিন কিছু হবে না। নিজেদের ও অন্য গ্রুপে শক্তিশালী দল না থাকায় বাংলাদেশের ফাইনাল এবং ট্রফি জেতাটা নিশ্চিত বলা যায়। তবুও অঘটন ঘটার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই সতর্ক হয়েই খেলবে বাংলাদেশ। আগে প্রস্তুতি নিয়ে খেলোয়াড়দের অভিযোগের শেষ ছিল না। এবার ইউরোপের জার্মানি, পোল্যান্ড ও অস্ট্রিয়ায় প্রায় এক মাস অনুশীলন করেছে। প্রস্তুতি ম্যাচ খেলেছে ৮টি। এ অবস্থায় এএইচএফ কাপে বাংলাদেশ ট্রফি জিতে ফিরবে এই প্রত্যাশা সবারই।

সর্বশেষ খবর