মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নবী ঝড়ে চিটাগং ভাইকিংসের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও নবী। আবারও চিটাগং ভাইকিংসের জয়। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে পরাজিত করে তারা। আগের ম্যাচে ঢাকার ছুড়ে দেওয়া বিগ স্কোরকে টপকিয়ে জয় পায় রাজশাহী। সন্ধ্যায়ও একই অবস্থা। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে। এবারের আসরের মাশরাফিদের এটাই ছিল মারমুখী ব্যাটিং। এক সময়ে মনে হচ্ছিল ২০০ ছাড়িয়ে যাবে কুমিল্লা। কিন্তু তা আর হয়নি। খালিদ লতিফ ৫৩ বলে ৭৬, আহমেদ শেহজাদ ৪০, ইমরুল কায়েস ৩৬ রান তোলেন। চট্টগ্রাম ছয় বোলার ব্যবহার করলেও তাসকিন আহমেদই ৪৪ রানে ১টি উইকেট পান। বাকি দুজন হন রান আউট।

১৮৪ রান টার্গেট দেওয়ায় অনেকে ভেবেছিলেন কুমিল্লা দ্বিতীয় জয় পেতে যাচ্ছে। দলীয় ২৮ রানে স্মিথ সাজ ঘরে ফেরত যান। এরপর ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় চট্টগ্রাম। তামিম ও এনামুল আউট হয়ে গেলেও আফগান তারকা মোহাম্মদ নবীর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই চট্টগ্রাম ৪ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। নবী ৫ বাউন্ডারি ও ২ ছক্কার মাধ্যমে ২৪ বলে ৪৬ রান তোলেন। ম্যাচ সেরা পুরস্কার পান তিনি। এনামুল ৪০, শোয়েব মালিক ৩৮ করেন।

এই আসরে চ্যাম্পিয়ন কুমিল্লার শেষ চারে উঠার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে তামিমরা নিজ মাঠে টানা দ্বিতীয় জয় পেয়ে উজ্জীবিত হয়ে উঠল। আজ তারা বরিশালকে হারাতে পারলে ভাল অবস্থানে চলে যাবে। বিপিএলে এখন পর্যন্ত শীষে আছে খুলনা টাইটানস। তবে শেষ পর্যন্ত রাউন্ড লিগে কারা শীর্ষে থাকবে তার নিষ্পত্তি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আজই চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে।

সর্বশেষ খবর