শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফের আবাহনীকে রুখে দিল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

ফের আবাহনীকে রুখে দিল ব্রাদার্স

একের পর এক ম্যাচ জিতেই চলেছিল ঢাকা আবাহনী। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে থাকায় দেশের জনপ্রিয় দলটি শিরোপার কাছাকাছি বলা যায়। পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিকসহ চারবার ট্রফি জেতার রেকর্ড রয়েছে তাদের। বড় কোনো অঘটন না ঘটলে পঞ্চমবারের মতো দেশসেরা লিগ জিতবে ঢাকা আবাহনী। অবশ্য গতকাল তারা ২ পয়েন্ট নষ্ট করেছে। সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে। এর আগে প্রথম পর্বে দুই দলের খেলা ২-২ গোলে ড্র হয়েছিল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে অপরাজিতভাবে শীর্ষে রয়েছে আবাহনী। ৩১ পয়েন্টে চট্টগ্রাম আবাহনীর অবস্থান ২ নম্বরে। ২২ পয়েন্ট পেয়ে ব্রাদার্স আছে ৬-এ। আগের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে গোল উৎসবে মেতেছিল আবাহনী। কাল অধিকাংশ সময় আকাশি-নীলেরা ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণগুলো ততটা গোছানো ছিল না। বিশেষ করে সানডে ও লি টাক যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাস্তানাবুদ করেন কাল তা দেখা যায়নি। দুজনকে বেশ ক্লান্ত মনে হয়েছে। তার পরও আক্রমণের চাকা তারাই সচল রাখেন। ব্রাদার্স কড়া নজর রাখলেও দুজনা বেশ কবার ডি বক্সের ভিতর ঢুকে পড়েন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশ ফুটবলার লি টাক গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আবাহনীর! তার ফ্রি-কিকটি পোস্টে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে আবাহনী গোল পেতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু ব্রাদার্সের রক্ষণভাগের দৃঢ়তায় বল জালে পাঠানো আর সম্ভব হয়নি। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ ও আরামবাগ গোলশূন্য ড্র করেছে।

সর্বশেষ খবর