শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাশরাফি-সাকিবের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি-সাকিবের লড়াই

কুমিল্লা ভিক্টোরিয়ানস— বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি এবার পয়েন্ট তালিকায় সবার নিচে। সাত ম্যাচে মাত্র একটি জয়। ছয় ম্যাচে হেরে প্লে-অফের আগেই ছিটকে পড়েছে লড়াই থেকে। তাদের সামনে রয়েছে আরও পাঁচটি ম্যাচ। সব কটিতে জয় পেলেও পরের রাউন্ডে ওঠা কঠিনই। তবে পরের রাউন্ডের চিন্তা পরের কথা! আজ ঢাকার বিরুদ্ধে মাঠে নামছে কুমিল্লা। সাকিব আল হাসানের দলের বিরুদ্ধে নামছে মাশরাফি বিন মর্তুজার ধুঁকতে থাকা দলটি। ‘কুমিল্লা বনাম ঢাকা’ লড়াইয়ের চেয়েও আজকের ম্যাচটি বেশি আকর্ষণীয় ‘অধিনায়ক ও সহঅধিনায়কের লড়াই’ বলে। মাশরাফি জাতীয় ওয়ানডে ও টি-২০-এর অধিনায়ক, সাকিব তার ডেপুটি। কিন্তু আজ তারা মুখোমুখি। এ লড়াইটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। যদিও তাদের প্রথম দেখায় ঢাকা ডায়নামাইটস ৩৩ রানে জয় পেয়েছিল। তাই এটি কুমিল্লার প্রতিশোধের ম্যাচ। প্রথম দেখায় ভিক্টোরিয়ানস হারলেও মাশরাফি ব্যাট হাতে চমক দেখিয়েছেন। ম্যাশ মাত্র ৩৫ বলে খেলেছিলেন ৪৭ রানের ইনিংস। তার ৫টি বিশাল ছক্কা দর্শককে দারুণ বিনোদন দিয়েছে। এবারের আসরে কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছেন না। সে কারণেই একের এক হার। তবে আজ ডায়নামাইটসের বিরুদ্ধে ভালো করার কথা বলেছেন ভিক্টোরিয়ানসের ওপেনার ইমরুল কায়েস। তিনি মনে করেন এখনো আশা আছে। যে কোনো কিছুই ঘটতে পারে। ইমরুল বলেন, ‘এখন যে কটি ম্যাচ আছে সেগুলো জেতার চেষ্টা করব। আমরা রেজাল্ট নিয়ে আপাতত ভাবছি না, কোথায় যাব, সেমিফাইনাল খেলতে পারব কিনা তাই ভাবনার বিষয়! আমাদের হাতে এখন পাঁচটি ম্যাচ। যে কোনো কিছু এ পাঁচ ম্যাচে ঘটতে পারে। যদি ভালো কিছু হয় আমরা বটম থেকে টপেও যেতে পারি। যে কোনো কিছুই সম্ভব।’ বিপিএলের মতো আসরগুলোয় জয় পেতে পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন বলে মনে করেন ইমরুল, ‘প্রতি বছরই বিপিএলের কোনো না কোনো দল একটা না একটা সমস্যায় পড়ে। শেষ বিপিএলে সিলেট রয়্যালস একটা ভালো দল ছিল, তবে ভালো খেলেও ওরা জিততে পারেনি। এখানে ভাগ্য লাগে। এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানস খেলবে রাজশাহী কিংসের বিরুদ্ধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর