সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোর ডাবলে এগিয়ে গেল রিয়াল

ক্রীড়া ডেস্ক

রোনালদোর ডাবলে এগিয়ে গেল রিয়াল

স্প্যানিশ লা লিগায় চার মৌসুম পর শিরোপার পিছনে ছুটে চলেছে রিয়াল মাদ্রিদ। গত চার মৌসুমের তিনটাতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বার্সেলোনা। তবে চলতি মৌসুমটা কাতালানদের জন্য তেমন একটা ভালো যাচ্ছে না। বার বার ছোট দলগুলোর সঙ্গে পরাজয় অথবা ড্র বার্সেলোনাকে পয়েন্ট তালিকায় রিয়ালের অনেকটা নিচেই রেখেছে। গত শনিবার রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। এ জয়ে দুটি গোলই করেছেন দলের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে রোনালদো লা লিগায় গোলদাতার তালিকায় পিছনে ফেললেন লিওনেল মেসিকে। ১০ গোল নিয়ে এ পর্তুগিজ তারকা এখন লা লিগায় এককভাবে শীর্ষে অবস্থান করছেন। মেসি ও সুয়ারেজ ৮টি করে গোল নিয়ে যৌথভাবে দুই নম্বরে অবস্থান করছেন।

রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে আসন মজবুত করেই চলেছে। গতকাল রাত পর্যন্ত তারা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে। ১৩ ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। বার্সেলোনা ১২ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। অবশ্য গত রাতেই কাতালানরা রিয়াল সুসিদাদের মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে জয় পেয়ে থাকলে বার্সেলোনা এরই মধ্যে পয়েন্টের ব্যবধান কমিয়েছে কিছুটা। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ফর্মে ফেরায় দারুণ সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘রোনালদো গোল না করলে লোকে মনে করে, সে ভালো খেলেনি। রোনালদো সব সময়ই ভালো খেলে। মধ্য মাঠে করিম বেনজেমার সঙ্গে দারুণ খেলছে। তাছাড়া উইংয়েও কঠোর পরিশ্রম করছে।’ রোনালদো ফর্মে ফিরেছেন বলেও বিশ্বাস করেন জিদান। এছাড়া এল ক্ল্যাসিকোর লড়াই সামনে রেখে রোনালদোদের এই ফর্ম রিয়াল মাদ্রিদকে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়  জোগাচ্ছে। এমনকি গেরেথ বেলের ইনজুরিও এখন আর তেমন একটা চিন্তিত করছে না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে। তাছাড়া চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগা জয়ের ব্যাপারেও এখন বদ্ধপরিকর তার দল। এমনকি সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার পরও খুব একটা আত্মতৃপ্তিতে ভুগছেন না জিদান।

সর্বশেষ খবর