মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্রোকে টপকে গেলেন টেলর

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যান বলা হয় মার্টিন ক্রোকে। ক্যান্সারে ভুগে ক্রো এখন পরপারে। ব্ল্যাক ক্যাপসদের সেরা ব্যাটসম্যান এতদিন ১৫ সেঞ্চুরি করে নিজ দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবেই ছিলেন। গতকাল হ্যামিল্টনে ১৩৪ বলে ১০২ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে নামের পাশে ১৬ নম্বর সেঞ্চুরি লিখে নিলেন রস টেলর। এখন টেলরই নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। টেলরের সেঞ্চুরিতেই হ্যামিল্টনে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সিরিজে সমতা আনতে ৩৬৮ রান করতে হবে পাকিস্তানকে। হাতে রয়েছে ১০ উইকেট। অবশ্য সফরকারী পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে বিনা উইকেটে ১ রান তুলে। স্বাগতিকদের ২৭১ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২১৬ রান। সঙ্গী না পাওয়ায় বাবর আজমকে অপরাজিত থাকতে হয় ৯০ রানে। ৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩১৩ রান। টেলরের সেঞ্চুরি ছাড়াও রান করেছেন ওপেনার টম ল্যাথাম। টেলরের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫২ রান। ল্যাথাম ৮০ রানের ইনিংস খেলেন ১৫০ বলে ১২ চারে। পাকিস্তানের সফল বোলার ছিলেন ইমরান খান, ৭৬ রানে নেন ৩ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর