মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোহালিতে চালকের আসনে ভারত

ক্রীড়া ডেস্ক

ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে আরও ৫৬ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে আরও ৬ উইকেট। মোহালির উইকেটে বল যেভাবে ঘুরছে, তাতে স্বাগতিক ভারতকে কত রান টার্গেট দিতে পারবে ইংল্যান্ড, সেটাই এখন প্রশ্নবোধক। ভারত দ্বিতীয় দিন শেষ করেছিল ৬ উইকেটে ২৭১ রান করে। দুই স্পিনার রবীচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা কাল তৃতীয় দিন আরও ৩০ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ৫৭ রানে অপরাজিত থাকা অশ্বিনের ইনিংস শেষ হয় ৭২ রানে। তবে বিস্মিত করেছেন জাদেজা। লেগ স্পিনার আদিল রশীদের বলে সাজঘরে ফেরার আগে নামের পাশে লিখে নেন ৯০ রানের ইনিংস। ১৭০ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ১টি ছক্কা। অশ্বিনের পর জাদেজা আরেক স্পিনার জয়ন্তকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন। জয়ন্ত ৫৫ রানের ইনিংস খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।

সর্বশেষ খবর