বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিরোপার পথেই হাঁটছে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার পথেই হাঁটছে আবাহনী

পেশাদার ফুটবল লিগে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড। হ্যাটট্রিকসহ সর্বোচ্চ চারবার শিরোপা জেতার রেকর্ড আছে তাদের। আরও একবার ট্রফি ঘরে তুলতে যাচ্ছে দেশের এই জনপ্রিয় দলটি। এবারের লিগ এখনো চলছে। তবে শিরোপা উদ্ধারের প্রায় কাছাকাছি চলে এসেছে আবাহনী। ১৭ ম্যাচে সর্বোচ্চ ৩৯ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। ঢাকা আবাহনী একমাত্র দল যারা লিগে এখনো কোনো ম্যাচ হারেনি। যদি না হেরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে পারে তাহলে পেশাদার লিগে ঢাকা আবাহনী প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়নের স্বাদ পাবে।

প্রথম পর্বে শীর্ষে ছিল চট্টগ্রাম আবাহনী। এবারই প্রথম তারকানির্ভর দল গড়েছে তারা। দ্বিতীয় পর্বে মূল্যবান পয়েন্ট নষ্ট করায় শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছে। যদিও অবস্থান তাদের দুই নম্বরে। কিন্তু ১৭ ম্যাচে ৩৪ নিয়ে ঢাকা আবাহনীর চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে পড়ে আছে। এ অবস্থায় ঢাকা আবাহনী বাকি ম্যাচগুলোর বড় কোনো অঘটনের শিকার না হলে অবস্থার পরিবর্তন ঘটানো যাবে না। ঢাকা আবাহনীর ম্যাচ বাকি আছে ঢাকা মোহামেডান, শেখ রাসেল, শেখ জামাল, উত্তর বারিধারা ও রহমতগঞ্জের বিপক্ষে। আবাহনীর এখন যে গতিতে এগুচ্ছে তাদের থামানোটা মুশকিলই বলা যায়। তবে ঢাকা আবাহনী পয়েন্ট হারালে চট্টগ্রাম আবাহনী পরবর্তী ম্যাচ জিতবে এই নিশ্চয়তা আছে কি? সুতরাং ঢাকা আবাহনীর সমর্থকরা শিরোপা জেতার প্রস্তুতি নিতেই পারে। টানা দুবার শিরোপা জেতায় শেখ জামালের হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলার সম্ভাবনা ছিল। সে আশা আর বাস্তবে রূপ নিচ্ছে না। ১৭ ম্যাচে এখন তাদের সংগ্রহ ২৯। পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস প্রথম পর্বে চমক দেখালেও দ্বিতীয় পর্বে বড্ড ম্লান। ২৬ পয়েন্ট নিয়ে চার আছে তারা। এই অবস্থান যদি ধরে রাখতে পারে এটাও কম প্রাপ্তি নয়। কেননা অচেনা-অজানা খেলোয়াড় নিয়ে গড়া চারে থাকতে পারলে প্রশংসা পাবে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধা ২৩, ব্রাদার্স ২২, আরামবাগ ২১ পয়েন্ট নিয়ে কাছাকাছি অবস্থান করছে। শেখ রাসেল ক্রীড়াচক্র বিগ বাজেটে তারকানির্ভর দল গড়লেও মাঠের পারফরম্যান্স চোখে পড়ার মতো নয়। অবশ্য বেশ কটি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ে জিততে পারেনি তারা। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের বর্তমান অবস্থান আটে। সবচেয়ে করুণ অবস্থা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১০-এ অবস্থান করছে। রেলিগেশনের শঙ্কায় আছে তারা। ফেনী ও উত্তর বারিধারা সমানভাগে ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানের নিচে রয়েছে।

সর্বশেষ খবর