বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চিটাগং ভাইকিংস দুইয়ে উঠল

ক্রীড়া প্রতিবেদক

প্রথম মুখোমুখিতে অধিনায়ক মাহমুদুল্লাহর ঘূর্ণি জাদুতে জিতেছিল খুলনা টাইটানস। ৪ রানের জেতা ম্যাচে আগে ব্যাটিং করেছিল খুলনা। গতকাল ফের আগে ব্যাটিং করল তারা। আগেরবার ১২৭ রান করে জিতেছিল। এবার ১৩১। এই রানটুকুও এলো অধিনায়ক মাহমুদুল্লাহর ৩৯ বলে ৪২ রানে ভর করে। এ ছাড়া ওপেনার ওয়েসলস ১৬ বলে ২০, আরিফুল ২০ বলে ১৮, পুরানি ১৭ বলে ১৮ ও কুপার ১৪ বলে ১৫ রান করেন। চিটাগং ভাইকিংসের সফল বোলার ছিলেন ইমরান খান। ১৮ রানে নেন ২ উইকেট। তাসকিন ২ উইকেট নিলেও খরুচে বোলিং করে রান দেন ২৮। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবী, শুভাশিষ রায় ও সাকলাইন সজীব। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও ড্যাসিং ক্রিকেটার ক্রিস গেইল মাত্র ৩৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন। গেইল ১৯ রানে সাজঘরে ফেরার আগে ১১ বলের ইনিংসটিতে ৩ চার ছাড়াও হাঁকান ১ ছক্কা। একপর্যায়ে দলীয় ৬৪ রানের মাথায় এনামুল, শোয়েব মালিক ও জাকির হোসেন আউট হয়ে গেলে চাপে পড়ে ভাইকিংস। পরে অধিনায়ক তামিম ইকবাল ও জহুরুল ইসলামের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভাইকিংস। জহুরুল ২২ রানে সাজঘরে ফেরত গেলেও ৫৮ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ৬৬ তুলে বন্দরনগরীর দলটিকে জয়ের বন্দরে নিয়ে যান তামিম। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান তোলে চট্টগ্রাম। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম সমান ১২ পয়েন্ট সংগ্রহ করলেও এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো চিটাগং ভাইকিংস।

সর্বশেষ খবর