বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফুটবলের যত দুর্ঘটনা

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান ক্লাব তুরিনো ১৯৪৯ সালের ৪ মে এক বিমান দুর্ঘটনায় দলের প্রায় সব সদস্যকে হারায়। সেবার দলের ২৩ জন ফুটবলারসহ মোট ৩১ জন নিহত হয়েছিল। উইকিপিডিয়ার দেওয়া তথ্যমতে, ওটাই ছিল ফুটবলে প্রথম দুর্ঘটনা। এরপর আরও অনেক দুর্ঘটনার কবলে পড়েছে ফুটবল। ১৯৫৬ সালে কানাডিয়ান ফুটবল দলও বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। ম্যানইউ ১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারি বিমান দুর্ঘটনায় হারিয়েছিল ৮ জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে। জাম্বিয়া জাতীয় ফুটবল দল বিমান দুর্ঘটনায় হারিয়েছিল ২২ জন ফুটবলার। কেবল ফুটবলেই নয়, বিমান দুর্ঘটনার মতো এমন দুঃখজনক ঘটনা বাস্কেটবল, আইস হকি, রেসিং, বক্সিং, রাগবি এবং ফিগার স্কেটিংয়েও ঘটেছে। তবে ফুটবলের উপরই এই আক্রমণটা বেশি হয়েছে। গত পরশু ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপকোয়েন্সের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারসহ মোট ২৬ জন নিহত হয়েছেন। এই নিয়ে ফুটবলে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল ১৪টি। অবশ্য প্রথম বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল চেকোস্লোভাকিয়ার আইস হকি দল। ১৯৪৮ সালের ৮ নভেম্বর সেই দুর্ঘটনায় আইস হকি দলের ৬ জন সদস্যকে হারিয়েছিল চেকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর