বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঝিমিয়ে পড়েছে নেত্রকোনার ক্রীড়াঙ্গন

রাজধানীর বাইরে

নেত্রকোনা প্রতিনিধি

ঝিমিয়ে পড়েছে নেত্রকোনার ক্রীড়াঙ্গন

নেত্রকোনা স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে

নেত্রকোনা জেলা শহরে খেলাধুলার জন্য তেমন কোনো জায়গা বা মাঠ না থাকায় অন্য জেলার মতো এ জেলায় তৈরি হচ্ছে না ভালো মানের খেলোয়াড়। প্রয়োজনের তুলনায় মুক্ত খেলাধুলার মাঠ একেবারে নেই বললেই চলে। ক্রীড়ামোদী শিশুদের খেলাধুলার চর্চা করতে যেতে হয় মোক্তারপাড়া মাঠে। যেখানে সব বয়সের বা এলাকার শিশুরা খেলতে পারে না। শুধু মোক্তারপাড়া বা তার আশপাশের শিশুরাই মাঠ দখলে রাখে। তবে বিভিন্ন জাতীয় বা সরকারি-বেসরকারি প্রোগ্রাম থাকলে সেই মাঠটিও থাকে বন্ধ। এতে করে শিশুদের খেলতে হয় বিভিন্ন স্কুলের মাঠে। খেলার মাঠ ও প্রয়োজনীয়  প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও এ জেলার খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও নিজেদের যোগ্যতায় ঢাকার আন্তর্জাতিক মাঠ কাঁপানোসহ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন অনেকেই। এর পর আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে জেলার ক্রীড়াঙ্গন। এই ঝিমিয়ে পড়া অবস্থা দূর করতে হয়তো কয়েক বছর লেগে যাবে। এরই মাঝে বর্তমান প্রজন্মের কিশোররা আবার অনেকে বিপথে চলে যাচ্ছে শুধুমাত্র খেলাধুলার সুযোগ না থাকায়। এ জেলার মানুষগুলো ক্রীড়াপাগল। আর সে কারণেই ১৯৮৭ সালে নির্মিত হয় নেত্রকোনা স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়ামে খেলা উপভোগ করার তেমন কোনো সুযোগ-সুবিধা ছিল না। তারপরও মোক্তারপাড়া মাঠ ছাড়া স্টেডিয়াম মাঠেও কিছুটা খেলাধুলা চলতো। সেখানে আবার ক্রীড়া সংস্থার অনুমতি ছাড়া খেলাধুলাও অবাধ ছিল যে এমন নয়। দীর্ঘদিন ধরে নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেন সরকার। ৯ একর জায়গা নিয়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের সাতপাই এলাকায় পুরনো স্টেডিয়ামটিতেই অত্যাধুনিক এই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ধীরগতিতে চলছে এর কার্যক্রমও।

সর্বশেষ খবর