বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
৪৪ রানে অলআউট

লজ্জার রেকর্ড গড়লেন রুমানারা

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ এশিয়া কাপ মহিলা ক্রিকেটে ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়েছিলেন রুমানারা। ঢাকা ছাড়ার আগে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া রুমানা আহমেদ বলেন, উদ্বোধনী ম্যাচে ভারতকে হারাতে পারলেই ফাইনালে ওঠা সহজ হবে। কিন্তু পাত্তাই পায়নি বাংলাদেশ। ৫৪ রানে অলআউট হয়ে যান রুমানারা। এরপর দুর্বল দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে সহজ জয়ের মুখ দেখে বাংলাদেশ।

গতকাল আবার লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন রুমানারা। পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪ রানে ২ উইকেট পতনের পর ব্যাটসম্যানরা সাজঘরে ফিরতে ব্যস্ত ছিলেন। ২৭ রানে ৯ উইকেট হারানোর পর শঙ্কা জেগেছিল বাংলাদেশ ৩০ রান তুলতে পারবে কিনা। শেষের দিকে জাহানারার ১২ রানে সংগ্রহটা চল্লিশের ঘরে যায়। এর সঙ্গে অবশ্য অতিরিক্ত ৮ রানও বাংলাদেশকে ৪৪ পর্যন্ত এনে দেয়। আহমেদের ব্যাট থেকে ১১ ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাকি ৯ জনের ব্যাট থেকে আসে ১, ২, ০, ২, ২, ০ ও ২। পাকিস্তানের সানা মীর ৫ রানে ৩, আয়মান  আনোয়ার ২ রানে ২ ও ১টি করে উইকেট পান আলিয়া রিয়াজ, আনাম আমিন, জাতেরিয়া খান ও নিদা দার। ৯.৫ ওভারেই প্রয়োজনীয় ৪৫ রান তুলে নেয় পাকিস্তান। জাভেরিয়াযান ২৬ আর ইরাস জাভেদ ১৭ রান করেন। খাদিজাতুল কুবরার বলে ওপেনার আয়েশা জাফর দ্রুত ফিরলেও পাকিস্তানের মেয়েদের সমস্যা হয়ে দেখা দেয়নি।

সর্বশেষ খবর