বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রথম বিভাগ হকি লিগ

শিরোপা নিষ্পত্তি নিয়ে বিপাকে ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

পুলিশ এসসি ও ভিক্টোরিয়া স্পোর্টিং দুই দলই প্রিমিয়ার হকি লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ সমান ২৫ পয়েন্ট। এখানেই সমস্যাটা দেখা দিয়েছে। পুলিশ ও ভিক্টোরিয়া চাচ্ছে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে। কিন্তু প্রথম বিভাগের বাইলজে আছে যদি লিগ শেষে শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট সমান থাকে তাহলে শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচ হবে। বাইলজে থাকলেও পুলিশ আর ভিক্টোরিয়া খেলতে চাচ্ছে না। অন্যদিকে লিগ কমিটিও বাইলজ ভঙ্গ করতে চায় না। গতকাল এ নিয়ে দীর্ঘ সময় ফেডারেশন কক্ষে লিগ কমিটি বৈঠক করেছে। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। সিদ্ধান্ত নিতে তারা দায়িত্ব দিয়েছে গভর্নিং বডির ওপর। এখানেই নিষ্পত্তি হবে বিষয়টি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের নির্বাহী কমিটির এক সদস্য জানান, সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই হবে। যদি দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তখন যে কোনো ক্লাব বাইলজ ভঙ্গের দায়ে আইনের আশ্রয় নিতে পারে। এ বিষয়টিও ভাবতে হবে ফেডারেশনকে।

সর্বশেষ খবর