শিরোনাম
শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চাইছে শাপেকোয়েন্স

ক্রীড়া ডেস্ক

ঘুরে দাঁড়াতে চাইছে শাপেকোয়েন্স

এখনো শোকের সাগরে ভাসছে ব্রাজিল। বেদনায় মুষড়ে আছে শাপেকোয়েন্সের সমর্থকরা। কলম্বিয়ার মেডেলিনের বিমান দুর্ঘটনাটি এখনো শহরটির ২ লাখ লোকের দুঃস্বপ্ন হয়ে আছে। দুঃস্বপ্নে মাঝরাতে ঘুম ভেঙে যায় শহরবাসীর। এমন বেদনাদায়ক ঘটনায় তাই বলে ভেঙে পড়তে চাইছে না ব্রাজিলের ক্লাবটি। ঘুরে দাঁড়াতে চাইছে। চাইছে নতুন করে ঢেলে সাজিয়ে ব্রাজিলের অন্যতম সেরা দলে পরিণত হতে। ক্লাবটির ফুটবলারসহ ৮১ জনের বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, জ্বালানি সংকটে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মেডেলিনের ওই বিমান দুর্ঘটনায় বেঁচে আছে ক্লাবটির মাত্র ৬ ফুটবলার এবং কয়েকজন স্টাফ। দলটি মেডেলিন উড়ে যাচ্ছিল সুদাআমেরিকানা কাপের ফাইনালের প্রথম লেগ খেলতে স্বাগতিক ন্যাশিওনার দলের বিপক্ষে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমান দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়। মারা যায় ১৯ ফুটবলারসহ কোচিং স্টাফ, স্টাফসহ আরও অনেকে। ওই শেষ হওয়া থেকেই ফের নতুন করে শুরু করতে চাইছে ক্লাবটি। ক্লাবের পরিচালক সিসিলিও হ্যান্স বলেন, ‘যারা মারা গেছেন, তাদের স্মৃতি ধরে রাখতে ও তাদের পরিবারকে সম্মান জানাতেই আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছি ধ্বংসস্তূপ থেকে। আমরা এখন চাইছি আরও শক্তিশালী দল বানাতে।’ হ্যান্স এমন স্বপ্ন দেখতেই পারেন। ১৯৫৮ সালে মিউনিখের আকাশে বিধ্বস্ত হয়েছিল ইংলিশ ফুটবল জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিমানটি। বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল ম্যান ইউর ৮ ফুটবলার। সৌভাগ্যজনকভাবে বেঁচে গেছেন ববি চার্লটন। যিনি ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। ওই বিমান দুর্ঘটনায় হ্যাটট্রিক শিরোপা জেতা হয়নি ম্যান ইউর। তবে ৭ বছর পর জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এবং এখন ইংল্যান্ডের অন্যতম সফল ও সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড।

শাপেকোয়েন্সকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে চাইছে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। দলটিতে সান্ত্বনা দিতে এর মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল তাদের স্টেডিয়াম, ওয়েবসাইট ও ব্যাজ সবুজ রংয়ের করেছে। ইতালিয়ান স্পোর্টস এজেন্সি কুরিয়ার দেল্লো স্পোর্ত জানিয়েছে, ১৯৪৯ সালে এক বিমান দুর্ঘটনায় সব হারানো তুরিনো প্রীতি ম্যাচ খেলতে চাইছে শাপেকোয়েন্সের বিপক্ষে। দলটির পুনর্গঠন শুরু হবে ১১ ডিসেম্বর। ওদিন দলটি মুখোমুখি হবে ব্রাজিলিয়ান লিগের শেষ ম্যাচে অ্যাটলেতিকো মিনেইরোর বিপক্ষে। নিহত খেলোয়াড়দের আত্মার শান্তি কামনায় ম্যাচটি খেলা জরুরি মনে করেন ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইভান তোজ্জো। জুনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে মাঠে নামানোর আশ্বাস দিলেন তিনি।

সর্বশেষ খবর