শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বার্সা-রিয়াল ফুটবল মহারণ

এল ক্ল্যাসিকো আজ

রাশেদুর রহমান

বার্সা-রিয়াল ফুটবল মহারণ

বার্সা-রিয়াল লড়াইকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত রোনালদো ও মেসি —এএফপি

ক্লাব ফুটবলই কেবল নয়, বর্তমানে ভক্তদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে অন্যতম ‘এল ক্ল্যাসিকো’র লড়াই। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। আজ ন্যু-ক্যাম্পে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এ ম্যাচ ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছে। কে জিতবে? বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় হয়েছে। আজ রাতে শুরু হচ্ছে লা লিগায় চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো।

স্প্যানিশ লা লিগায় ৬ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা। শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে বার্সেলোনার সামনে এল ক্ল্যাসিকো জয়ের বিকল্প নেই। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ বেশ কয়েক মৌসুম পর লা লিগা জয়ের সুবাতাস পাচ্ছে। শিরোপা নিশ্চিত করতে হলে তাদেরও এল ক্ল্যাসিকো জয় করাটা জরুরি। বর্তমানে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনার সমান পয়েন্ট আছে সেভিয়ারও। তবে তারা গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান করছে।

 

 

এল ক্ল্যাসিকোর আগে রিয়াল মাদ্রিদ নিজেদের ঝালাই করে নিয়েছে ভালোভাবেই। টানা ৩১ ম্যাচ ধরে তারা অপরাজিত। লা লিগায়ও জয় করে চলেছে একের পর এক ম্যাচ। গত সপ্তাহেই দুটি দারুণ জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। লা লিগার ম্যাচে স্পোর্টিং গিজনকে হারিয়েছে ২-১ গোলে। কোপা দেল রে কাপে লস ব্ল্যাঙ্কোসরা ৬-১ গোলে হারিয়েছে কালচারাল লিওনেসাকে! অন্যদিকে বার্সেলোনার কাছে জয় যেন সোনার হরিণই হয়ে গেছে। গত সপ্তাহে দুটি ম্যাচই তারা ১-১ গোলে ড্র করেছে। লা লিগায় সুসিদাদের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর কোপা দেল রে কাপে তৃতীয় সারির দল হারকিউলিসের সঙ্গেও একই ব্যবধানে ড্র করেছে কাতালানরা। জয়হীন বার্সেলোনার বিপরীতে দারুণ সব জয়ে উজ্জীবিত রিয়াল মাদ্রিদ বেশ কঠিন দলই হতে যাচ্ছে। তবে কোচ লুইস এনরিকে সবদিকেই নজর রাখছেন। মেসি-নেইমার-সুয়ারেজকে বিশ্রাম দিয়েছেন গত ম্যাচে। এল ক্ল্যাসিকোতে তিনজনকেই পূর্ণ রূপে দেখতে চান তিনি। অনুশীলনটা সেভাবেই হচ্ছে ন্যু-ক্যাম্পে। তা ছাড়া জিদানের সামনে আছে ইনজুরি সমস্যা। গেরেথ বেলেকে পাচ্ছেন না তিনি। এ বিষয়টা বার্সেলোনার পক্ষে যেতে পারে।

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মোট লড়াই হয়েছে ২৩১ বার। বার্সেলোনা ৯০ বার আর রিয়াল মাদ্রিদ ৯৩ বার জিতেছে। বাকি ৪৮ বার ড্র হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু পরিসংখ্যানই বলছে, অতীত দিয়ে বার্সা-রিয়াল দ্বৈরথ মূল্যায়ন করতে যাওয়ার চেয়ে বোকামি আর কিছুই হতে পারে না। এখানে সম্ভবত ফেবারিট বলেও কিছু নেই। দুটি দলই দারুণ। তারকায় ভরপুর। দুটি দলই ফেবারিট। দুই পক্ষের ভক্তরাই আজ জয়-পরাজয়-ড্রয়ের সম্ভাবনা নিয়ে খেলা দেখতে বসবেন। সম্পূর্ণ অনিশ্চিত এক ম্যাচ দেখার আশায় প্রহর গুনছেন ভক্তরা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর