শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাকিবের কাছে আবারও তামিমের হার

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের কাছে আবারও তামিমের হার

একে তো ছুটির দিন, তার ওপর ক্রিস গেইলের খেলা। চিটাগং কিংসের প্রতিপক্ষ দলটি কিনা আবার ঢাকা ডায়নামাইটস। তাই কাল গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু যারা গেইলের ছক্কা-বৃষ্টি দেখার জন্য মাঠে এসেছিলেন তাদের সে আশায় গুড়েবালি। ক্যারিবীয় ঝড় ছয় বল খেলে ১ রানের বেশি করতে পারেননি। তবে গেইল না পারলেও কাল ঠিকই ঝড় উঠেছিল তামিম ইকবালের ব্যাটে। ভাইকিংস দলপতি ৫৯ বলে খেলেন ৭৪ রানের অসাধারণ এক ইনিংস। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তামিমের। চলতি আসরে সব মিলে চতুর্থ হাফ সেঞ্চুরি। সব মিলে ১১ ম্যাচে তামিমের মোট রান ৪২৫। চলতি বিপিএলে তার ধারে কাছে কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকের রান ৩৪০। তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও তার দল চিটাগং ভাইকিংস ১৩৪ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে শোয়েব মালিকের ব্যাট থেকে। এ ছাড়া ভাইকিংসের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি।

তামিম ইকবাল অসাধারণ এই ইনিংসে তিনটি বিশাল ছক্কা ও ছয়টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ড্যাসিং ওপেনারের এই ইনিংসটি হতে পারে বিপিএলে সেরা। কেননা দলের বিপদের সময় একপ্রান্ত আগলে রেখে যেভাবে রানের গতি সচল রেখেছিলেন তা অবিশ্বাস্য। গেইল আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট পড়ে যায় ভাইকিংসের। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। জহুরুল ইসলাম অমিও ৬ রান করে আউট হয়ে গেলে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে চিটাগং। চতুর্থ উইকেটে মালিকের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন তামিম। এই জুটিতে ভর করেই শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩৪ রান করে চিটাগং। ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন ডায়নামাইটসের বোলার ডোয়াইন ব্রাভো। আদ্রে রাসেল ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। সাকিব উইকেট না পেলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ২৪। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেন সাকিবরা। সাঙ্গাকারা (৩৫), আলাউদ্দিন (৩৩) আর রাসেলরা (৩১) দারুণ জয়ে শীর্ষস্থানে ঢাকাকে আরও শক্ত আসনে বসিয়ে দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর